যাঁরা আকাশ দেখতে ভালোবসেন তাদের জন্য আকর্ষণীয় হতে চলেছে নতুন বছর। গোটা বছর জুড়ে একাধিক গ্রহণ যেমন রয়েছে। তেমনি বিভিন্ন গ্রহাণুর সমাবেশে ঘটবে একাধিক মহাজাগতিক ঘটনা।
নতুন বছরের ছয় মাসের মধ্যে চারটি গ্রহণ দেখা যাবে। পরের দুই বছর, ২০২৭ এবং ২০২৮, ঘিরেও রয়েছে ঘটনার ঘনঘটা।
নতুন বছরের প্রথম গ্রহণ হতে চলেছে ১৭ ফেব্রুয়ারি। সেদিন হবে আংশিক সূর্যগ্রহণ। তার ফলে সূর্যের অগ্নিবলয় দেখা যাবে। বিজ্ঞানীরা বলছেন, গ্রহণের সময় চাঁদ সূর্যকে ঢেকে ফেললেও আংশিকভাবে সূর্যের একটি বৃত্তাকার অংশ দেখা যাবে। যাকে পৃথিবী থেকে অনেকটা অগ্নিবলয়ের মতো মনে হয়। এবার সেই আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা দেখারও সুযোগ মিলবে।
এর কিছুদিন পরেই, ৩ মার্চ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। এই সময় চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়ায় প্রায় ৫৮ মিনিট ঢেকে থাকবে। এরপর যখন আবার চাঁদ দেখা যাবে তখন তার মধ্যে লাল আভার দেখা মিলবে। অর্থাৎ ' ব্লাড মুন' দেখা যাবে। ২০২৯ সালের আগে এটাই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
নতুন বছরের সবচেয়ে প্রত্যাশিত ঘটনাটি ঘটতে চলেছে ১২ আগস্ট। ওইদিন উত্তর আটলান্টিক এবং পশ্চিম ইউরোপের থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। ১৯৯৯‘র পর প্রথমবার পশ্চিম ইউরোপ থেকে এই সূর্য গ্রহণ দেখা যাবে।
গ্রহণের সঙ্গে সঙ্গে এই বছর বেশ কিছু গ্রহ-গ্রহাণুর সমাহারও লক্ষ্য করা যাবে। বছরের মাঝে শুক্র ও বৃহস্পতি খুব কম কৌণিক দূরত্বে একে অপরকে অতিক্রম করবে। যা খালি চোখেও দৃশ্যমান হবে।
Solar eclipse
নতুন বছরে সূর্যগ্রহণ, দেখা যাবে অগ্নিবলয়
×
Comments :0