Gautam Deb- CPI(M)

নিয়ম ভেঙে ‘দুর্গাঙ্গন’ শিলান্যাস, মামলা হবে, বললেন গৌতম দেব

রাজ্য

মুখ্যমন্ত্রী সোমবার নিউটাউনে ‘দুর্গাঙ্গন’-এর শিলান্যাস করেছেন। ১৭ একরের বেশি জমিতে দুর্গার ওই মন্দির হবে বলে তিনি ঘোষণা করেছেন। গৌতম দেব আবাসন মন্ত্রী থাকাকালীন নিউটাউন গড়ে উঠেছে। সেই সময় জমির মালিকদের নানাভাবে এই বিশাল নগর গড়ে তোলায় বাগড়া দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল। কিন্তু তৎকালীন রাজ্য সরকার স্থানীয় পঞ্চায়েত, বিধায়কদের সঙ্গে আলোচনা করেই কাজ এগিয়ে নিয়ে গিয়েছিল। এদিন গৌতম দেব সেই অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘‘তৃণমূল যে পঞ্চায়েত চালাতো, তার প্রধান, পঞ্চায়েত সদস্যদের সঙ্গে আলোচনা করে, মতামত নিয়ে আমরা এগিয়েছিলাম। তৃণমূলের বিধায়করা কমিটিতে থেকেছেন। এখন এই দুর্গার মন্দির বানানোর সিদ্ধান্ত কোথায় হয়েছে? হিডকো’র কোন বৈঠকে আলোচনা হয়েছে। নিয়ম হচ্ছে, কোনও স্কুল কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান কিছু করতে চাইলে তাদের আবেদন জানাতে হয়। জমির পরিমাণ বলতে হয়। জমির দাম হিডকো বিচার করে। তারপর প্রকল্প এগোয়। এই ক্ষেত্রে কোথায়, কবে আলোচনা, সিদ্ধান্ত হলো? একটি মন্দির বানাবেন। লক্ষ লক্ষ লোক আসবেন বলছেন। ধারের টাকায় চলছে মমতা ব্যানার্জি সরকার। বামফ্রন্ট সরকারের সময়ে কত ধার ছিল, আর এখন মমতা ব্যানার্জি কোথায় নিয়ে গেছেন রাজ্যের ধারকে? সেই ধারের টাকায় দুর্গা ঠাকুরের থাকার জায়গা বানাচ্ছেন কেন? মুখ্যমন্ত্রী বলে যা খুশি করতে পারেন না। আইন মেনে তাঁকে এসব করতে হবে। নিউটাউনের ল্যান্ডইউজ ম্যাপ মেনে কাজ করতে হবে। যে জমিতে নিউটাউনের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট হওয়ার কথা, সেই জমিতে এসব কেন ভোটের জন্য করছেন? যা খুশি করলে হবে না। আমরা আদালতে যাবো। বুধবার সাংবাদিক সম্মেলনে এই কথা বলেছেন সিপিআই(এম) নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব।
গৌতম দেব আরও বলেন, কত টাকা খরচ হবে এই মন্দির গড়তে? একবার বলছেন ২৬০ কোটি। কিন্তু কে জানে কত খরচ করবেন? বললেন হিডকোকে টাকা দিতে হবে। কেন হিডকো টাকা দেবে এর জন্য? হিডকোর এর জন্য টাকা দেওয়ার কথা?’’ 
তিনি বলেন, ‘‘মমতা ব্যানার্জি বলছেন মন্দির বানাবেন। বানিয়েওছেন একটা। আরও বানাচ্ছেন। আর একজন আছেন মুর্শিদাবাদের। হুমায়ুন কবীর। তিনি বলছেন মসজিদ বানাবেন। বাবরি মসজিদ। নির্বাচনের আগে তো বটেই, সাধারণ ভাবেও এসব খুব খারাপ হচ্ছে। নির্বাচনের জন্য মমতা ব্যানার্জি নিউটাউন সহ আরও মন্দির করছেন। তবে তিনি আর মুখ্যমন্ত্রী হচ্ছেন না। তিনি প্রাক্তন হয়ে গেছেন। কিন্তু আমাদের রাজ্যে এমন হতো না। যদি কোনোভাবে এই সবকে কেন্দ্র করে দুই গোষ্ঠী, সম্প্রদায়, ধর্মের মানুষের মধ্যে মারামারি লেগে যায়? খুব খারাপ হচ্ছে। আমাদের এই সবের প্রতিবাদে সোচ্চার হতে হবে।’’
মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বিধাননগরে বলেছেন যে, তাঁর দল বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পাবে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে গৌতম দেব বলেন, ‘‘বিজেপি-কে দুই তৃতীয়াংশ আসন কী করে পাবে? তিনি বলেন, রাজ্যে বিজেপি অত আসন পাবে না।’’

Comments :0

Login to leave a comment