অন্যকথা
মুখে করে আস্ফালন, জানে সে হীনতা আপনার মনে মনে
কৃশানু ভট্টাচার্য্য
মুক্তধারা
বিপন্নতার এক শরীর আছে। আছে একটা অবয়ব। কেমন যেন একটা শিরশিরানি অনুভূতি। বিপন্নতা বড় ছোঁয়াচে। একটু এদিক ওদিক হলেই ছড়িয়ে পড়ে সর্বত্র -এপাশে , ওপাশে সব দিকে।
আর তাই এই সর্বগ্রাসী বিপন্নতা ছড়িয়ে তোমাকে আমাকে আলাদা করে দেওয়া বড় সহজ। গ্রাম ই হোক কিংবা শহর- কিম্বা হাফ শহুরে মফস্বল- ইচ্ছে করলেই বিপন্নতা দিয়ে সবাইকে আলাদা আলাদা করে দেওয়া যায়। কারণ বিপন্নতা একটা নিজস্ব শরীর আছে ।আছে একটা অবয়ব।
তুমি কে? তুমি কেন ? তুমি কিসের জন্য? তোমার পরিচয় কি? তোমার স্বার্থ কিসে বিঘ্নিত হয়? তুমি কিসে আনন্দ পাও? কি হলে তুমি আতঙ্কিত হও? বিপন্নতা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এসব প্রশ্নের যেকোনো একটাকে ব্যবহার করে আলাদা আলাদা করে দেওয়া যাবে রাম শ্যাম যদু মধু সবাইকে। কারণ ব্যক্তির একটা নিজস্ব পরিমণ্ডল থাকে । সর্বজনীনতায় সেই পরিমণ্ডল কিছু কিছু নেয়, আবার নিজস্বতার কিছু কিছু জিনিস আপাত অগ্রাহ্য করে। কিন্তু সেই আপাত অগ্রাহ্য করা বিষয়গুলোকে যদি একটু উসকে দেওয়া যায়, তবেই সর্বজনীন পরিমণ্ডল থেকে ব্যক্তি বেরিয়ে যায় একক বৃত্তের পরিধির মধ্যে। আর তখনই সেই একাকিত্ব নিয়ে আসে বিপন্নতা। এই একাকী পরিচয় সত্তা ধীরে ধীরে তৈরি করে এক সামগ্রিক সামাজিক সংকট। তোমাকে বারেবারে মনে করিয়ে দেওয়া হবে তুমি হিন্দু , তুমি মুসলমান, তুমি খ্রীষ্টান, তুমি বৌদ্ধ ,তুমি জৈন, তুমি দলিত, তুমি সংখ্যালঘু, তুমি সংখ্যাগুরু- কিন্তু আগামী দিনের সংখ্যালঘু হতে চলেছো - এসব আরো অনেক কিছু কানে কানে ফিসফিস করে যদি বলে আসা যায় তবেই তুমি তোমার সামগ্রিক সত্তা থেকে বেরিয়ে গেলে। সেখান থেকে তোমাকে বার করতে পারলে তুমি তখন একাকি, তুমি তখন নিঃসঙ্গ, তখন তোমার পাশে আমি ছাড়া আর কেউ নেই। সংবাদপত্রের প্রথম পাতায় শুধু তোমার পাশে আমি, তোমার জন্য আমি , তোমাকে বাঁচাবো আমি - এই আমার গ্যারান্টি। তাহলে আমি কেন তোমার ভিতরে ওই একাকীত্বকে ছড়িয়ে দেব না? কেন বারবার তোমার কানের কাছে গিয়ে বলবো না তুমি আজ বিপন্ন না হলেও আগামীকাল বিপন্ন হতে পারো । অতএব-
এভাবেই চলবে রাজনীতির রঙ্গমঞ্চে রঙ্গপ্রিয় অভিনেতাদের রঙ্গ রসিকতা। কখনো তুমি হবে দেশদ্রোহী, কখনো তুমি দেশপ্রেমী। যখন তুমি প্রশ্ন তুলবে বাজারদর নিয়ে তখন তোমার দিকে রাঙা চোখ করে বলবো তুমি দেশদ্রোহী। আর যখন তুমি চোখ বুঝে ভরসা করবে, সত্যকে ভুলে মিথ্যাকে আঁকড়ে ধরবে তখন তোমার মত দেশপ্রেমিক আমার সামনে আর কেউ নেই। কারণ তোমার মধ্যে আমি সঞ্চারিত করেছি সেই বিপন্নতা। বিপন্নতার সেই ভয়ংকর অবয়ব আজ কাশ্মীর থেকে কন্যাকুমারী বিস্তার লাভ করছে।
প্রতিকার? যখনই দাঁড়াবে তুমি সমুখে তাহার, তখনই সে সংকোচে সত্রাসে যাবে মিশে।
কারণ, সে মুখে করে আস্ফালন, জানে সে দীনতা আপনার মনে মনে।
Comments :0