বাংলাদেশের সাধারণ নির্বাচনকে বানচাল করার জন্য খুন করা হয়েছে ওসমান হাদিকে, আর এই ঘটনার সাথে তত্ত্বাবধায়ক সরকারের একাংশ যুক্ত রয়েছে। বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে জানা গিয়েছে একথা বলেছেন ইনকিলাব মঞ্চে অন্যতম নেতা এবং হাসিনা সরকার বিরোধী আন্দোলনের নেতা তথা ওসমান হাদির দাদা ওমার হাদি।
তিনি বলেছেন, ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচন যাতে হয় তার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন হাদি তাই তাকে খুন করা হয়েছে। কার্যত হুঁশিয়ারি দিয়ে হাদির দাদা শহিদী শপথ অনুষ্ঠানের বলেছেন, ‘এই খুনের সাথে যারা যুক্ত তাদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে নির্বাচন কোন ভাবে ক্ষতিগ্রস্থ না হয়। কিন্তু যেই তদন্ত চলছে তাতে কোন অগ্রগতি দেখা যাচ্ছে না। ওসমান হাদি খুনের যদি বিচার না হয় তাহলে আপনাদেরও একদিন দেশ ছেড়ে পালাতে হবে।’ ইউনুস সরকারের প্রতি যে এই কথা তা বুঝতে কোন অসুবিধা নেই। ওমার হাদি আরও বলেছেন, বিদেশি শক্তির কাছে তার ভাই মাথা নত করেননি বলেই তাকে খুন হতে হয়েছে।
উল্লেখ্য গত বছর জুলাইয়ে কোটা আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। তৎকালিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে পথে নামে সেই দেশের ছাত্রদের একাংশ। কয়েকদিনের মধ্যে ভয়ঙ্কর চেহারা নেয় আন্দোলন। পুলিশের গুলিতেও কয়েকজন আন্দোলনকারির মৃত্যু হয়। পরবর্তী সময় ৫ আগস্ট আন্দোলনকারিরা প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন দখলের পথে এগিয়ে এলে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় হাসিনা এবং তার বোন শেখ রেহানা। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে শপথ নেন মুহাম্মদ ইউনুস। তাকে সমর্থন জানায় জুলাই আন্দোলনের সংগঠকরা। হাসিনা সরকারের পতনের পিছনে বাইরের কোন শক্তির মদত রয়েছে বলে আন্তর্জাতিজ রাজনীতির অনেকে মনে করেন, এখন হাদির দাদার কথা সেই দিকে ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য বাংলাদেশে সাধারণ নির্বাচন ঘোষণা আগে থেকেই উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যেই চেতনা এবং ধর্মনিরপেক্ষ যেই ভাবনা তার ওপর আক্রমণ নামিয়ে এনেছে মৌলবাদীরা। ধর্মের নামে মানুষের ওপর নামিয়ে আনা হচ্ছে আক্রমণ। ভাঙা হয়েছে রবীন্দ্রনাথে স্মৃতি জড়িত ছায়ানট, উদিচী। ভাঙা হয়েছে মুজিবের বাড়ি।
সম্প্রতি ১২ ডিসেম্বর ঢাকায় হাদিকে গুলি করার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গায় দীপু দাস নামে একজন শ্রমিককে পুড়িয়ে মারা হয়েছে। যা নিয়ে পশ্চিমবঙ্গে নতুন করে শুরু হয়েছে উগ্র-সাম্প্রদায়িক রাজনীতি।
Bangladesh
নির্বাচন বানচাল করতেই খুন হাদিকে, দাবি করলেন তার দাদা
×
Comments :0