আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নিউ গড়িয়া – বিমানবন্দর (কমলা লাইন) মেট্রোর কাজ শেষ করার সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। চিংড়িঘাটা জট নিয়ে মামলা চলছিল কলকাতা হাইকোর্টে। এদিন ছিল মামলার শুনানি। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে এই কাজ কী ভাবে শেষ হবে, তা ৬ জানুয়ারির মধ্যে পরিকল্পনা গ্রহণ করে জানিয়ে দিতে হবে রাজ্য এবং ট্রাফিক পুলিশকে। আদালতের রায়ের উপর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল স্থগিতাদেশ চাইলেও তা খারিজ করে দিয়েছে বিচারপতি অজয় কুমার গুপ্ত’র ডিভিশন বেঞ্চ।
দীর্ঘ সময় ধরে চিংড়িঘাটা মেট্রোর কাজ আটকে রয়েছে। সম্প্রসারণের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশনকে সরকারের বিরুদ্ধে অসহযোগীতার অভিযোগ তুলেছেন রেলমন্ত্রী। এই নিয়ে স্থানীয় এক বাসিন্দা কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তলব করেন। জটিলতা কীভাবে কাটানো যায় তা জানতেই মূলত তাকে ডাকা হয় বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় জানিয়েছেন জমি জটের জন্য আটকে চিংড়িঘাটা এবং নোয়াপাড়া-বারাসত মেট্রোর কাজ ফেঁসে আছে। জমিজট এবং জবরদখলের কারণে কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের সম্প্রসারণের কাজেও সমস্যা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে রেলের পক্ষ থেকে।
রেলমন্ত্রী জানিয়েছেন, নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত প্রস্তাবিত ১৮ কিমি মেট্রো লাইনে ৬.৭৭ কিমি অংশে (নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট) পরিষেবা চালু হয়ে গিয়েছে। এয়ারপোর্ট থেকে মাইকেলনগর পর্যন্ত কাজ চলছে। কিন্তু জমি জটের কারণে নিউ ব্যারাকপুর থেকে বারাসত পর্যন্ত ৭.৫ কিমি পর্যন্ত কাজ থমকে আছে। এই ক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকে কোন সহযোগীতা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রেলমন্ত্রী।
এর আগে আদালতের নির্দেশে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ বৈঠকে বসে ছিলেন এই বিষয়। সেই বৈঠকে রাজ্য সরকার এবং পুলিশের তরফে সহযোগিতার আশ্বাস মিলেছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও এখনও সংশ্লিষ্ট রাস্তা বন্ধের অনুমতি দেয়নি প্রশাসন। নভেম্বরে কাজ শুরুর কথা থাকলেও তা হয়নি। নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথে বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যবর্তী অংশের অসম্পূর্ণ কাজ এখনও থমকে।
kolkata metro
১৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে চিংড়িঘাটা মেট্রোর কাজ
×
Comments :0