Ghatal Bangla Bachao Yatra

ঘাটালে ‘বাংলা বাঁচাও যাত্রা’-য় বিপুল জমায়েত, দেখুন ভিডিও

জেলা

ঘাটালে বাংলা বাঁচাও যাত্রা। ছবি ও ভিডিও: চিন্ময় কর

ঘাটালে ‘বাংলা বাঁচাও যাত্রা’ স্লোগান তুলল কাজের, রোজগারের। আহ্বান জানালো ভেদাভেদের রাজনীতিকে রুখে দেওয়ারও। 
এর আগে রাজ্যজুড়ে ২৯ নভেম্বর কোচবিহার থেকে ১৭ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার কামারহাটি পর্যন্ত হয় ‘বাংলা বাঁচাও যাত্রা’।
১৮-১৯ ডিসেম্বর রাজ্য কমিটির বৈঠক থেকে সিপিআই(এম) রাজ্যের বিভিন্ন জেলা এবং স্থানীয় স্তরেও জনতার বেঁচে থাকার দাবি নিয়ে বাংলা বাঁচাও যাত্রা সংগঠিত করার লক্ষ্য জানিয়েছিল।
এদিন ঘাটাল এরিয়া কমিটির ডাকে মিছিলে ছিলেন সিপিআই(এম) পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিজয় পাল সহ নেতৃবৃন্দ। ছিলেন বিপুল অংশের মানুষ।


মঙ্গলবারই ‘স্কুল বাঁচাও মূল বাঁচাও‘ স্লোগান তুলে জেলার নারায়ণগড় ব্লকে এসএফআই খাকুড়দা লোকাল কমিটির উদ্যোগে হেমচন্দ্র গ্রামপঞ্চায়েত থেকে কুশবসান  বাজার পর্যন্ত হয়েছে পদযাত্রা।
শামিল ছিলেন ছাত্র আন্দোলনের প্রাক্তন সর্বভারতীয় নেত্রী দীপ্সিতা ধর, প্রাক্তন ছাত্রনেতা বিজয় পাল সহ বর্তমান নেতৃবৃন্দ। ছিলেন সংগঠনের প্রাক্তনীরাও।

Comments :0

Login to leave a comment