Orissa

ওড়িশায় ধর্ষণ করে খুন দশ বছরের নাবালিকা

জাতীয়

ওড়িশার ভদ্রোকে ধর্ষণ করে খুন দশ বছরের নাবাবালিকাকে। পুলিশ সূত্রে খবর গতকাল স্থানীয় বাসিন্দারা ঝোপের ধার থেকে নির্যাতিতার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখতে পেয়ে খবর দেয় স্থানীয় থানায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। 
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের পক্ষ থেকে তাদের জানানো হয় মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন নির্যাতিতা। তাদের অভিযোগ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। 
বিজেপি শাসিত ওডিশায় বিভিন্ন প্রান্তে বাড়তে থাকা যৌন হেনস্তা, নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। নারী নিরাপত্তা রক্ষায় গত এক বছরে ডাহা ফেল করেছে ওডিশার ‘ডবল ইঞ্জিনের’ সরকার। বালাসোরে বিভাগীয় প্রধানের থেকে যৌন নির্যাতনের শিকার হয়ে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা রাজ্যে বাড়তে থাকা অপরাধমূলক প্রবণতার এক নিদর্শন।
জুলাই মাসে জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে এক নাবালিকাকে অপহরণ করে তিন ব্যক্তি দলবেঁধে ধর্ষণ করে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় এক ট্রাক চালক তাকে ফের ধর্ষণ করে। ওই একই মাসে জাজপুরে এক হকি খেলোয়াড়কে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে তার কোচের বিরুদ্ধে।
গঞ্জাম, পুরী, বালেশ্বর সহ একাধিক ওড়িশায় বিভিন্ন এলাকায় নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে ডাবল ইঞ্জিন সরকার। নারী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে ওড়িশার বিজেপি সরকার।

Comments :0

Login to leave a comment