অন্যকথা
তবুও — ক্ষুদিরাম
মনীষ দেব
মুক্তধারা
আশি বছর অন্ধবাউল গাইছে —
একবার বিদায় দে মা
ঘুরে আসি....।
ফিরবে নাকি ক্ষুদিরাম? তোমার রক্তাক্ত বাংলায়? তোমার আলো-অন্ধকারের বাংলা এখন গভীর — গভীরতম অন্ধকারে। পার্কস্ট্রীট, আর জি কর, ধূপগুড়ি, কামদুনি থেকে জালালাবাদ, রমনার মাঠ, কাঁটাতার হীন বাংলা থেকে কাঁটাতারের বাংলা ঠেকাতে পারেনি — অপরাধ।
ফিরবে নাকি ক্ষুদিরাম? তোমার অপরাধের বাংলায়? যেখানে লুঠ হয়ে যায় — ইতিহাস, আত্মত্যাগ, লড়াই, এরপর একদিন লুঠ হয়ে যাবে একুশের ভাষা শহীদ — শহীদ তিতুমীরের বাঁশের কেল্লার ইতিহাস, মুছে ফেলা হবে, বিনয়-বাদল-দীনেশের মুক্তি যুদ্ধের তীর্থ রাইটার্স বিল্ডিং। সব মুছে ফেলার এক চক্রান্ত ভূমি আজ বাংলা। যে অন্ধকার পেরতে চেয়ে ছিলে ক্ষুদিরাম। সেই অন্ধকারে মুখ ঢেকেছে আজ বাংলা।
ফিরবে নাকি ক্ষুদিরাম? এই নির্লজ্জ বাংলায়? যেখানে অপরাধ ডানা মেলে প্রতিদিন-প্রতিক্ষণ। তবুও বাতাসে ভাসে অন্ধবাউলের মেঠো সুরে ক্ষুদিরাম —
একবার বিদায় দে মা
ঘুরে আসি....।
এপার-ওপার কোনও পারে জানি না!
Comments :0