বই
রাঢ় বঙ্গীয় লোক সংস্কৃতির মণি-মঞ্জুষা
ভবানীশংকর চক্রবর্তী
মুক্তধারা
রাঢ় বাংলার লোকসংস্কৃতি ও তার সমৃদ্ধি নিয়ে আলোচনার অন্ত নেই।প্রতিনিয়ত তা নিয়ে চলছে চর্চা।গড়ে উঠছে ভিন্ন ভিন্ন ধারার মৌলিক সাহিত্য।তাদের মধ্যে প্রবন্ধসাহিত্যই সবচেয়ে বিপুলায়ত ।সম্প্রতি হাতে এল চুনিলাল মুখোপাধ্যায় সম্পাদিত ' রাঢ় ব্যাংলার লোকসংস্কৃতি'।সুদৃশ্য এই পেপারব্যাক সংকলনটির ভেতরে রাঢ় বাংলার লোক সংস্কৃতির উজ্জ্বল মণি-মঞ্জুষা ।এই রত্নভাণ্ডার রসিক পাঠকজনের পাঠেচছাকে যে তীব্রতর করে তুলবে তাতে আর আশ্চর্য কী! রাঢ় অঞ্চলের অনেকান্তিক লোকসংস্কৃতির দিগবলয় জুড়ে যে বিপুল বিষয় আশয়, সব না হলেও তার অনেক কিছু বিধৃত হয়েছে এই সংকলনে ।সম্পাদক শ্রী মুখোপাধ্যায় এই দুঃসাধ্য কর্মটি সম্পাদন করে রাঢ়বাংলার সংস্কৃতিপ্রেমিক মানুষজনের কাছে ধন্যবাদার্হ হয়ে থাকবেন নিঃসন্দেহে।যা নেই, তা নেই।কিন্তু যতটুকু ধরা হয়েছে এখানে,তাও কোনো অংশে কম নয়।এই জাতীয় সংকলনও একাধিক সম্পাদিত হয়েছে ,তাও সত্য।তবু এই সংকলনটির গুরুত্ব খাটো হয়ে যায় না।বক্ষ্যমান বইটিতে আঠাশটি প্রবন্ধ সংকলিত হয়েছে।বিষয় বৈচিত্রে প্রবন্ধগুলি যেমন সমৃদ্ধ,তেমনি সুখপাঠ্য ।প্রবন্ধকারেরাও স্ব স্ব ক্ষেত্রে বুধপ্রতিম।গ্রন্থটি বোর্ড বাইন্ডিং হলে ভালো হতো নিশ্চয়ই।কিন্তু তা করা সম্ভব হয়নি বলে গ্রন্থটির মান লঘু হয়ে যায় না।
তবু বলার,কয়েকটি রচনার নির্বাচনে সম্পাদকের কঠোরতা বাঞ্ছনীয় ছিল। বৃহত্তর বাংলার লোকসংস্কৃতি যেহেতু বিষয় নয়,তবু অনেক রচনায় তা এসেছে।অনিবার্যত নয়।চেষ্টাকৃত ।এগুলি এড়াতে পারলে ভালো হতো খুব ।প্রচ্ছদকারের নাম অনুল্লেখিত ।কিন্তু প্রচ্ছদ সদৃশ্য ও বিষয়ানুগ। অনুসন্ধিৎসু ও গবেষক পাঠকদের অবশ্যই সংগ্রহযোগ্য বইটি।
রাঢ় বঙ্গের লোকসংস্কৃতি
সম্পাদনা - চুনিলাল মুখোপাধ্যায়
প্রকাশক - কুনুর সাহিত্য বাসর
নাচন,ধবনী , দুর্গাপুর,
পশ্চিম বর্ধমান, ৭১৩২০৫
মূল্য- ৩০০ টাকা।
Comments :0