BOOK REVIEW — PRODOSH KUMAR BAGCHI | A History of P R C — MUKTADHARA | FRIDAY 26 JULY 2024

বই — প্রদোষকুমার বাগচী | ৭৫বছরের উজ্জ্বল অভিযান — PRC — মুক্তধারা | শুক্রবার ২৬ জুলাই ২০২৪

সাহিত্যের পাতা

BOOK REVIEW   PRODOSH KUMAR BAGCHI  A History of P R C    MUKTADHARA  FRIDAY 26 JULY 2024

বই

৭৫বছরের উজ্জ্বল অভিযান — PRC
প্রদোষকুমার বাগচী

মুক্তধারা

পিপলস রিলিফ কমিটির সঙ্গে বাংলার মানুষের পরিচয় বহু দিনের। মুজফ্‌ফর আহ্‌মদ ও তাঁর জনা কয়েক সঙ্গীসাথী এই   সংস্থা গড়ে তুলেছিলেন।  ১৯৪২-৪৩ সালের ভয়াবহ বন্যা দুর্ভিক্ষ ও মহামারীর প্রেক্ষাপটে  জনগণের পাশে  
দাঁড়িয়ে ত্রাণকার্য পরিচালনা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া   গণআন্দোলনের কর্মী ও সাধারণ খেটে খাওয়া আর্ত মানুষের চিকিৎসার কি হবে, হাসপাতালগুলিতে  রোগীর ভিড়, প্রতি দশ হাজারে ১টি মাত্র বেড— এই রকম পরিস্থিতির  
মুখোমুখি হয়ে  ১৯৪৩ সালে পিপলস ফ্লাড রিলিফ কমিটি, বঙ্গীয় কৃষক সভা, ট্রাম শ্রমিক ইউনিয়ন, বি এন্ড এ রেলরোড ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়েছিল এই কমিটি। সেই থেকে নানা প্রতিকূলতার মধ্যেও  
শ্রমজীবী মানুষের চিকিৎসায় নিয়োজিত হয়ে আছে এই সংস্থা। বহু স্বনামধন্য চিকিৎসক ও স্বেচ্ছাসেবী  এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। আজও আছেন। আজ তার ৭৫ বছর অতিক্রান্ত। ৭৫ বছরের সেই উজ্জ্বল ইতিহাসকে স্মরণ করে  
সম্প্রতি সমীর মৈত্রের সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘পি আর সি-র ৭৫ বছরের উজ্জ্বল অভিযান’ শীর্ষক গ্রন্থ। যার কথামুখ লিখে দিয়েছেন গণআন্দোলনের নেতা বিমান বসু। মানুষের সেবায় নিয়োজিত থেকে কীভাবে পরিচালিত হয়ে  
চলেছে এই সংস্থা— সেই গৌরবময় ইতিহাস তুলে ধরেছে  গ্রন্থটি।    
 

পিপলস রিলিফ কমিটি : ৭৫বছরের উজ্জ্বল অভিযান
সম্পাদনা সমীর মৈত্র। পিপলস রিলিফ কমিটি, পশ্চিমবঙ্গ। ২৬সি, দিলখুশা স্ট্রিট, কলকাতা-৭০০ ০১৭। ৭৫ টাকা।

Comments :0

Login to leave a comment