বই
মানুষ ও প্রকৃতির সম্পর্ক নিয়ে ভাববার কথা
প্রদোষকুমার বাগচী
মুক্তধারা
মানুষ ও প্রকৃতির সম্পর্ক কি হবে, মানুষ তার সৃজনশীলতা দিয়ে প্রকৃতিকে কিভাবে ব্যবহার করবে, এই প্রশ্ন অনেকের এবং বহুদিনের। মার্কস-এঙ্গেলসও এব্যাপারে সুনির্দিষ্ট ভাবনা ছিল। মানুষের সম্পর্ক কেবল মানুষের সঙ্গে
নয়,প্রকৃতির সঙ্গেও তার সম্পর্ক একেবারে গোড়া থেকে। সেই সম্পর্কের ফসল হিসাবে মানুষ তার মেধা ও শ্রমের মধ্য দিয়ে যে ভাবে তার সমাজকে গড়ে তুলেছে ও বিকশিত করেছে তা যেন রূপকথার কাহিনিকেও হার মানায়। তার
মধ্যে সবচেয়ে চমকপ্রদ হচ্ছে বাজার ব্যবস্থা। যাকে কেন্দ্রে রেখে বিবর্তিত হয়েছে সমাজ ও সংস্কৃতির রূপরেখাও। তবে কিভাবে এই সমাজ শ্রেণিতে বিভক্ত হলো, পরিবর্তিত হলো শোষণভিত্তিক সমাজে, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কে
লোভের আঁচড় এসে পড়ল, শ্রমিকের শ্রমের মূল্যের আত্মসাতের বিনিময়ে প্রকৃতিকে খুবলে নিয়ে সভ্যতাকে বিপদের মুখে টেনে নিয়ে এল, সে সব প্রসঙ্গ ভারতীয় প্রেক্ষাপটে আলোচিত হয়েছে।
প্রকৃতি, মানুষ ও বিবর্তিত বাজার ব্যবস্থা। আকর্ষণীয় এই বইয়ের প্রচ্ছদ করেছেন শিল্পী মনীষ দেব।
শান্তনু কুমার ঘোষ। নতুন চিঠি প্রকাশনা। ৬২, বি সি রোড, অনিতা সিনেমা লেন, বর্ধমান—৭১৩১০১। ২০০ টাকা (শোভন), ৩০০ টাকা ( বাঁধাই)।
Comments :0