BOOK REVIEW — PRODOSH KUMAR BAGCHI | KARL MARX — MUKTADHARA | 17 MAY 2024

বই — প্রদোষকুমার বাগচী | শ্রমজীবী মানুষের মুক্তির দিশারি — মুক্তধারা | ১৭ মে ২০২৪

সাহিত্যের পাতা

BOOK REVIEW  PRODOSH KUMAR BAGCHI  KARL MARX  MUKTADHARA  17 MAY 2024

বই

শ্রমজীবী মানুষের মুক্তির  দিশারি

প্রদোষকুমার বাগচী

মুক্তধারা


মানুষের ইতিহাসে  যুগে যুগে এমন বহু বিরাট মানুষ এসেছেন যাঁরা তাঁদের শিল্পকর্ম তাঁদের আবিষ্কার, তাঁদের দার্শনিক শিক্ষা ও উদ্ভাবনা কিংবা তাঁদের বৈপ্লবিক  কর্মের  মধ্য দিয়ে বিশ্ব সংস্কৃতির  ধারায় অমর অবদান রেখেছেন। ভবিষ্যৎ  
বংশধররা  তাঁদের স্মরণ করে কৃতজ্ঞতা, গর্ব ও শ্রদ্ধার সঙ্গে। যাঁর সম্পর্কে  এই জীবনী সেই কার্ল মার্কস ছিলেন এমনি একজন মানুষ। মার্কসের সারা জীবনের কাজের ফল যে মার্কসবাদ, সকল দেশ ও  সকল গোষ্ঠীর ক্ষেত্রে  তা আগের  
মতো  আজও সমানভাবে প্রযোজ্য।মার্কসবাদের মধ্য থেকেই উৎসারিত ‘দুনিয়ার শ্রমিক এক হও’ —এই আওয়াজ। মার্কস তাঁর জীবনের মধ্য দিয়ে এই সত্যটি তুলে ধরেছিলেন যে প্রলেতারীয় আন্তর্জাতিকতাবাদ এবং  প্রকৃত  
সমাজতান্ত্রিক দেশপ্রেম পরষ্পর বিরোধী নয়, একই মুদ্রার দুটি দিক, মানবতার চেতনায়  উদ্বুদ্ধ প্রতেক শান্তি যোদ্ধাই কমিউনিস্টদের মধ্যে পায় শ্রেষ্ঠ মিত্র। এই জীবনী গ্রন্থের মধ্যে পাঠক সেই ধারণাকেই আরও  প্রসারিত করতে  
পারবেন। ছয়টি অধ্যায়ে বিন্যস্ত হয়েছে আলোচনা। সঙ্গে রয়েছে একটি জীবনপঞ্জি।  বহু আগে প্রকাশিত এই বইটির অনুবাদ আবার নতুন করে প্রকাশিত হল এন বি এ-র উদোগে। অনেক দিন ধরে  বাংলায় কার্ল মার্কসের পূর্ণাঙ্গ  
জীবনীগ্রন্থের   অভাব ছিল । এই গ্রন্থ সেই অভাব অনেকটাই পূরণ করবে।

কার্ল মার্কস : জীবনী
হাইনরিখ গেমকোভ। অনুবাদ অমল দাশগুপ্ত। ন্যাশনাল বুক এজেন্সি, ১২ এ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা -৭০০ ০৭৩। ২৭০ টাকা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments :0

Login to leave a comment