BOOK REVIEW — SUBINOY MISHRA | JON RIED — MUKTADHARA | FRIDAY 9 MAY 2024

বই — সুবিনয় মিশ্র | জন রীড : সাংবাদিক থেকে কমিউনিস্ট বিপ্লবী | মুক্তধারা | শুক্রবার ৯ আগস্ট ২০২৪

সাহিত্যের পাতা

BOOK REVIEW   SUBINOY MISHRA  JON RIED   MUKTADHARA  FRIDAY 9 MAY 2024

বই

জন রীড : সাংবাদিক থেকে কমিউনিস্ট বিপ্লবী

সুবিনয় মিশ্র

মুক্তধারা


সাড়া জাগানো ‘দুনিয়া কাঁপানো দশদিন’ গ্রন্থের লেখক জন রীড ছিলেন পৃথিবীর অন্যতম সেরা সাংবাদিক।  আমেরিকার  
বাসিন্দা। কিন্তু মৃত্যু হয়েছিল রাশিয়ায়। লেনিনের জীবদ্দশাতেই কমিউনিস্ট ইন্টারন্যাশনালের সদস্য হয়েছিলেন। মাত্র ৩৩  
বছর বেঁচে ছিলেন। সাংবাদিকতায় হাত পাকিয়েছিলেন নিজ দেশে। পরে ওয়ার কারেসপনন্ডেন্ট হিসাবে খ্যাতি  
কুড়িয়েছিলেন। আমেরিকায় কমিউনিস্ট পার্টি গঠনে তাৎপর্যপূর্ণ ভূমিকা ছিল তাঁর।  
নিজের চোখে দেখেছিলেন রুশ বিপ্লব। আর এই  ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিপদের মুখে পড়েছিলেন, বিপন্ন  
হয়েছিল জীবন, মৃত্যুর মুখ থেকেও ফিরে এসেছিলেন বারে বারে। তবুও বিপ্লবীদের স্লোগানে গলা মিলিয়ে ওতোপ্রোতভাবে  
জড়িয়ে গিয়েছিলেন সেই বিপ্লবের সঙ্গে। পরে দেশে ফিরে ঘর বন্ধ করে লিখেছিলেন রোমাঞ্চকর অভিজ্ঞতার অসামান্য  
ইতিহাস। যার ভূমিকা লিখে দিয়েছিলেন স্বয়ং লেনিন। পরে লেনিনের স্ত্রী ক্রুপস্কায়াও রুশ সংস্করণের ভূমিকা লিখেছিলেন।  
তাতে বলেছিলেন, রীডের কৃতিত্ব একারণেই যে তিনি উদাসীন দর্শক ছিলেন না, তিনি এমন একজন বিপ্লবী কমিউনিস্ট  
যিনি ঘটনাপ্রবাহ ও  মহাসংগ্রামের মর্মার্থ বুঝেছিলেন, তাই এমন বই লেখা তাঁর পক্ষেই সম্ভব হয়েছে। 
এত সংক্ষিপ্ত জীবনকালে কীভাবে সাংবাদিক থেকে একজন কমিউনিস্ট বিপ্লবী হয়ে উঠলেন রীড, তারই রোমাঞ্চকর  
জীবনকথা লিপিবদ্ধ হয়েছে এই বইটিতে। এটাই বাংলায় জন রীডের উপর প্রকাশিত প্রথম জীবনী।   
জন রীড : নভেম্বর বিপ্লবের বার্তাবাহক
প্রদোষকুমার বাগচী। পত্রলেখা। ১০ বি কলেজ রো। কলকাতা—৭০০ ০০৯। ২০০ টাকা।

 

Comments :0

Login to leave a comment