Rahul Gandhi

ভোট চুরি না হলে মহাজোট সরকার হবে বিহারে: রাহুল গান্ধী

জাতীয়

বিজেপি ও আরএসেসের বিরুদ্ধে তোপ দেগেই বরিবার বিহারের কিষাণগঞ্জে নির্বাচনী প্রচার শুরু করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নির্বাচনী সমাবেশে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন ধর্ম ও বর্ণের নামে দেশকে বিভক্ত করার চেষ্টা করছে বিজেপি এবং আরএসএস। তিনি বলেন যেখানে ইন্ডিয়া মঞ্চ সমগ্র দেশকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করছে। সেখানে ধর্মের নামে দেশকে বিভক্ত করতে চাইছে এনডিএ ও আরএসএস। বিজেপি এবং আরএসএসকে আক্রমণ করে তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর এবং ভোট চুরি করার অভিযোগও আনেন। রাহুল গান্ধী বলেন, ভারতে দুটি মতাদর্শের মধ্যে লড়াই চলছে। একদিকে রয়েছে আরএসএস, যারা দেশকে জাতি, ধর্ম, অঞ্চল, ভাষা এবং লিঙ্গের ভিত্তিতে বিভক্ত করতে চায়। অন্যদিকে রয়েছে কংগ্রেস পার্টি এবং আমাদের মহাজোট, যারা প্রতিটি ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে দেশকে ঐক্যবদ্ধ করতে চায়। তিনি বলেন, ‘‘ভারত জোড়ো যাত্রার সময়, আমি একটি মাত্র বার্তা নিয়ে চার হাজার কিলোমিটার পথ চলেছি 'ঘৃণার বাজারে' 'ভালোবাসার দোকান' খুলতে। তাদের যাত্রা ঘৃণা ছড়ায়, আর আমাদের যাত্রা ভালোবাসা ছড়ায়। প্রধানমন্ত্রী মোদীর চিন্তাভাবনা এবং রক্তে ঘৃণা আছে; তিনি বিভেদ এবং শত্রুতা বপন করতে চান। রাহুল গান্ধী মহারাষ্ট্র এবং হরিয়ানায় যেভাবে ‘ভোট চুরি’ হয়েছে সেকথা উল্লেখ করে বলেন, "কয়েকদিন আগে, আমি হরিয়ানা নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছিলাম। আপনারা নিশ্চয়ই দেখেছেন কীভাবে 'হাইড্রোজেন বোমা' বিস্ফোরিত হয়েছিল। আমি স্পষ্টতই প্রধানমন্ত্রী মোদী, অমিত শাহ এবং প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ভোট চুরির জন্য যোগসাজশের অভিযোগ এনেছিলাম। কিন্তু মোদী কি জবাব দিয়েছিলেন? তিনি কি বলেছিলেন, 'রাহুল গান্ধী মিথ্যা বলছেন, আমি ভোট চুরি করছি না'? না, তিনি বলেননি, কারণ আমি মানুষের কাছে সত্য কথা বলেছি।" রাহুল বলেন, হরিয়ানায় ২ কোটি ভোটার আছে, কিন্তু নির্বাচনে ২৫ লক্ষ জাল ভোট পড়েছে, এমনকি ভোটার তালিকায় ব্রাজিলিয়ান মডেলদের ছবিও পাওয়া গেছে। কংগ্রেস নেতা বলেন, যদি মানুষ "ভোট চুরি" বন্ধ করে, তাহলে বিহারে ১০০ শতাংশ মহাজোট সরকার গঠিত হবে। স্কুল ও কলেজ ছাড়া যুবকদের কর্মসংস্থান প্রদান অসম্ভব। তিনি অভিযোগ করে বলেন, বিহারে এই প্রতিষ্ঠানগুলি বিক্রি হয়ে যাচ্ছে। বিহারের লোকেরা সারা দেশে কাজ করে, কিন্তু তারা বিহারে কাজ খুঁজে পায় না। তিনি অভিযোগ করেন যে নীতীশ কুমার বিহারের যুবকদের জন্য কর্মসংস্থান চান না। তিনি বলেন, ফোনে "মেড ইন চায়না" লেখা না দিয়ে "মেড ইন বিহার" লেখা উচিত। ভুট্টা, মাছ, আম এবং মাখানাও চাষ করা হয়, কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ কারখানার অভাবে কৃষকরা ন্যায্য মূল্য পেতে পারছেন না। বিহারে শিল্প স্থাপনের জন্য কোনও জমি নেই, তা আদানিকে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন যে বিহারে জমি আদানি পাচ্ছেন খুব কম দামে। তিনি বলেন,এনডিএ পরাজয় মেনে নিয়েছে। 'ভোট চুরি না হলে মহাজোট সরকার গঠিত হবে। আর মহাগঠবন্ধন সরকার গড়লে বিহারের যুবকদের বাইরের রাজ্যে কাজের সন্ধানে যেতে হবে না।

Comments :0

Login to leave a comment