বন্ধ প্যাকেটে গ্লাভস। যা চিকিৎসক বা স্বাস্থ্য কর্মীরা ব্যবহার করেন। কিন্তু সেই গ্লাভসে লেগে রক্ত। 
আর জি কর হাসপাতালের এই ঘটনায় রোগী সুরক্ষা ঘিরে উঠল গুরুতর প্রশ্ন। চিকিৎসকরা বিষয়টির ভিডিও করেন। চাপের মুখে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন। 
দুর্নীতি চক্র আর থ্রেট কালচারের দাপটে রোগীদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার অভিযোগ করছেন জুনিয়র ডাক্তাররা। আরজি করে এদিন তেমনি ছবি। রক্তমাখা গ্লাভস ব্যবহারে সংক্রমণের আশঙ্কা।
Blood Stained Gloves
দুর্নীতি দেখালো আর জি করের রক্তমাখা গ্লাভস
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0