MUKTADHARA : ANAYAKATHA : DARK DAY KOLKATA FOOTBALL : SOURAV DUTTA : 18 AUGHST 2024, SUNDAY

মুক্তধারা : অন্যকথা : ‘এ কি কথা শুনি আজ মন্থরার মুখে!’ : সৌরভ দত্ত : ১৮ আগস্ট ২০২৪, রবিবার

সাহিত্যের পাতা

MUKTADHARA  ANAYAKATHA  DARK DAY KOLKATA FOOTBALL  SOURAV DUTTA  18 AUGHST 2024 SUNDAY

মুক্তধারা : অন্যকথা

‘এ কি কথা শুনি আজ মন্থরার মুখে!’
সৌরভ দত্ত

আজ যেন এক উলট পুরাণ। ধর্ষণের ঘটনায় বিবেক জেগে উঠতেই একটা টানেই খসে পড়ছে অচলায়তন। রাজপথে মুক্তিকামী মানুষ আর মানুষ। অন্ধকার রাজ্যে জ্বলছে প্রতিবাদের মোমবাতি। একদিন যারা কলার উঁচিয়ে বলেছিল–‘খেলা হবে…’ । আজ তারাই খেলা বন্ধ করতে তৎপর। তিলোত্তমার বুকে খেলা হচ্ছে না,খেলা হবে না। চারিদিকে রাত দখলের শামিয়ানা। রক্তকরবীর নন্দিনরা হাতে ক্রোধের মশাল নিয়ে হেঁটে চলেছে আসমুদ্রহিমাচল। রাস্তায় ভিতর দিয়ে তৈরি হচ্ছে বিপ্লবের পথ। স্যোশাল মিডিয়া,টিভির পর্দা জুড়ে অজাকতার নগ্ন চিত্র।ছবির রেখায়,কবিতায় ফুটে উঠছে দেওয়াল –উই ওয়ান্ট জাস্টিস। বাঙালির জাতি সত্তায় আঘাত ।সব খেলার সেরা ফুটবল আজ বন্ধ। ঘটি-বাঙালের ডার্বির বদলে বিশ্ববাসী দেখছে মানুষের স্বতঃস্ফূর্ত জমায়েতে লাঠিচার্জ, ক্রন্দনরতা নারীকে,অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকে স্তব্ধ করে একদল গলা ফাটাচ্ছে – খেলা হবে‌ না।

Comments :0

Login to leave a comment