MUKTADHARA : ANAYAKATHA : RABINDRANATH! : KRISHANU BHATTACHARJEE : 8 SEPTEMBER 2024, SUNDAY

মুক্তধারা : অন্যকথা : ‘আপনি কোথায় ! আপনি আমাদের আশ্রয়! : কৃশানু ভট্টাচার্য : ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

সাহিত্যের পাতা

MUKTADHARA  ANAYAKATHA  RABINDRANATH  KRISHANU BHATTACHARJEE  8 SEPTEMBER 2024 SUNDAY

মুক্তধারা : অন্যকথা

আপনি কোথায় ! আপনি আমাদের আশ্রয়!

কৃশানু ভট্টাচার্য

আপনি কোথায়? আপনাকে যে আমাদের বড় প্রয়োজন। ‌ আজকের এই সময়ে আপনাকে ছাড়া কাউকে তো পাচ্ছি না যাকে অবলম্বন করে এই সময়ের টানাপোড়েনটাকে অতিক্রম করবো।
বহুকাল আগেই আপনি বলেছিলেন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। আপনার মুখেই আমরা শুনেছিলাম পৃথিবীর যাবতীয় সংকটের পরিত্রাণকর্তার জন্ম হবে আমাদের পাশের দারিদ্র লাঞ্ছিত কুটির এর মধ্যে। আজ যখন আমরা আমাদের নিজেদের ছায়াকে ভয় পেতে শেখানো হলো সেই সংকটের দিনে ঘর থেকে ঘরে,  পথ থেকে পথে মানুষের স্রোত প্রমাণ করছে পরিপ্রেক্ষিতে আলাদা হলেও আপনার বিশ্বাস আজো প্রাসঙ্গিক। 
১৯১৯ সালে আপনার দেখানো পথ ধরে আজও অসংখ্য মানুষ ফিরিয়ে দিচ্ছেন রাজার খেতাব। ফিরিয়ে দিয়ে প্রতিবাদ করছেন তাদের নিজেদের মত করে। তাদের কাছেও আপনি পথপ্রদর্শক। ‌ তাদেরও আপনাকে আজ বড় প্রয়োজন। 
৪ সেপ্টেম্বর নাটাগরের একটা ছোট্ট গলির মুখে দাঁড়িয়ে যে তিনটি শিশুকন্যা জোর গলায় চিৎকার করে বলছিল বিচার চাই তাদেরও আপনাকে বড় প্রয়োজন। কারণ শাসকের রক্ত চক্ষু কিংবা নিষ্পাপ থাকার ভনিতা লঙ্ঘন করে কন্ঠ উঁচু করে সত্যকে সত্য বলার সাহস ওরা পাচ্ছে আপনার কাছ থেকে। ওদের শৈশব আন্দোলিত হয়েছে আপনারই কথায়। ওদের কেউ খাটো করে রাখতে পারবে না। ওরা সবাই রাজা আপনার পথ ধরে। 
আপনাকে আজ বড় প্রয়োজন। সাহস আজ সংক্রামক। ভয়কে তুচ্ছ করে যে মানুষ রাস্তায় নামছে সেও ভাবছে তার ভাঙ্গা গড়া কোন ব্যক্তির হাতে কিংবা কোনো প্রতিষ্ঠানের হাতে বন্ধক রাখা নেই। সেও জানছে, শাসক শাসনে মানুষকে যতই বেঁধে রাখবার চেষ্টা করুক না কেন অসংখ্য দুর্বলের একত্রিত উপস্থিতি সেই বাঁধনকে মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন করে ফেলতে পারে। তাই আপনাকে এই অজস্র মানুষের এই লক্ষ লক্ষ নামহীন মুখের বড় প্রয়োজন। 
আপনি আমাদের আন্দোলন, আপনার কথা এই আন্দোলনের মন্ত্র।

শিরদাঁড়া নিয়ে সংকট সে যুগেও ছিল ,এ যুগে ও আছে,  আগামীতেও থাকবে। এদেশে শুধু নয় , ওদেশে , বিদেশে পৃথিবীর সব জায়গায়।‌ কিন্তু কখনো কখনো সেই সংকটের মুহূর্তেই মানুষ খুঁজে পায় শিরদাঁড়া সম্পন্ন মানুষকে। আর তাকে দেখেই খুঁজে নেয় নিজের শিড়দাড়া।  আপনি এমনই একজন মানুষ। তাই আজ যখন প্রতি পদে মানুষ আস্থা হারানোটাকেই নিয়ম বলে মেনে নিতে চলেছে, হতাশা পরাজয়টাকে ভবিতব্য হিসেবে ধীরে ধীরে মানতে শিখেছে সেই মানুষের নতুন করে জেগে ওঠার আলোকবর্তিকা নিয়ে যে কয়জন আমাদের সামনে আপনি তাদের একজন। একটি মৃত্যু জাগিয়ে দিয়ে গেছে অসংখ্য মানুষকে। ‌ একটি নারকীয় হত্যা সৃষ্টি করেছে অসংখ্য তাজা প্রাণের সমবেত স্পন্দন যা আজ কলরবে পরিণত। আর তখনই বারে বারে মনে পড়ছে, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। ‌ আজ আজ আমাদের বাংলা শুধু নয়, সারা ভারত কোন এক নাম না জানা মহামানবের আগমনের প্রতীক্ষা করছে। এও তো আপনারই শেখানো।  অন্ধকারের উৎস হতে মশাল কিংবা মোমবাতির যে আলো আজ উৎসারিত হচ্ছে এ আলো চিনে নিতে হবে। আপনাকে তাই আমাদের বড় প্রয়োজন।

Comments :0

Login to leave a comment