মুক্তধারা : বই
ইতিহাস থেকেও শিক্ষা নিতে হয়
প্রদোষকুমার বাগচী
সম্প্রতি ক্ষৌণীশ মিত্রের লেখা ‘ইতিহাস যখন কথা বলে’ বইটি প্রকাশিত হয়েছে। নানা বিষয় ও ঘটনার সমাহার ঘটেছে
এই বইটিতে। লেখক বলেছেন মানবমুক্তির ইতিহাসের কিছু কথা তুলে ধরতেই তাঁর এই আয়োজন। যখন যেমন খুশি আগে
পরে পড়া যায় বইটি। স্বাধীনতা সংগ্রামে আন্দামানের ভূমিকা, ভারতের কমিউনিস্ট আন্দোলনে কাকাবাবু লোকটিই বা কে
ছিলেন, আই এএস অফিসার মাইকেল ক্যারিটের সঙ্গে ভারতের কমিউনিস্ট পার্টির গোপন সম্পর্ক কিছু ছিল
কিনা—ইত্যাদি বিষয় নিয়ে যেমন আলোচনা রয়েছে তেমনি আবার রোজা লুক্সেমবার্গ কেন বিখ্যাত ছিলেন, গিরিশচন্দ্র
ঘোষকে কেন মনে রাখব, রানি লক্ষ্ণীবাঈকেই বা আমরা কেন স্মরণে রাখব ইত্যাদি প্রসঙ্গও আলোচিত হয়েছে। আলোচনা
চারটি ভাগে বিন্যস্ত— ঘুরে দেখা, ইতিহাসের কথা, অর্থনীতির কথা ও অন্যান্য।
ইতিহাস যখন কথা বলে
ক্ষৌণীশ মিত্র। কালি কলম ও ইজেল। আই/জে-৭ কুষ্টিয়া হাউজিং এস্টেট, কুষ্টিয়া রোড, তিলজলা, কলকাতা—৭০০
০৩৯। ১২০ টাকা।
Comments :0