মুক্তধারা : বই
এনআরসি কি ও কেন?
প্রদোষকুমার বাগচী
এই মুহূর্তে সারা দেশের মানুষ, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে সবচেয়ে উদ্বেগের, আতঙ্কের ও দুশ্চিন্তার বিষয়
হলো এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জি। কেন্দ্রের মোদী সরকার তাদের সংকীর্ণ হিন্দুত্ববাদী রাজনৈতিক স্বার্থে দেশের
১৩০ কোটি মানুষকে নাগরিকত্ব প্রমানের লাইনে দাঁড় করাবার হুঙ্কার দিয়েছে। বহু রক্ত-ঘাম, চরম দুঃখ-নির্যাতন ও
আত্মবলিদানের বিনিময়ে যে ভারতবাসী ২০০ বছরের ব্রিটিশ শাসন-শোষণের জোয়াল থেকে মুক্ত হয়ে দেশকে স্বাধীন
করেছিল, স্বাধীনতার সাত দশক পর আজ নাগরিকত্ব প্রমাণের হুলিয়া জারি করেছে স্বাধীনতা সংগ্রামের
মীরজাফরদের ভূমিকায় অবতীর্ণ আরএসএস’র অনুগতরা। আজকের শাসকের অর্বাচীন নেতাদের ঔদ্ধত্য এতটাই যে
সম্মানীয় নাগরিকদের তারা খাসতালুকের প্রজা ছাড়া কিছু ভাবতে শেখেনি। যাদের ভোটে আজ তারা ক্ষমতার
সিংহাসনে তাদেরকেই বলছে কিনা তোমরা যে দেশের নাগরিক প্রমাণ দাও। এনআরসি-র নাম করে ধর্মের ভিত্তিতে
মানুষকে ভাগ করার নতুন কৌশল নেওয়া হয়েছে। প্রমাণ অত্যন্ত জটিল, দীর্ঘস্থায়ী ও প্রায় অসাধ্য প্রক্রিয়া চাপিয়ে
মানুষকে বাধ্য করতে চাইছে আরএসএস-বিজেপি’র করুণাপ্রার্থী হতে। ঠিক এই সময়ে প্রকাশিত হয়েছে হরিলাল
নাথের ‘এনআরসি বিভাজনের রাজনীতি’ পুস্তিকাটি। এনআরসি’র অতীত প্রেক্ষাপট, আসামের অভিজ্ঞতা, পশ্চিমবঙ্গে
ষড়যন্ত্র ইত্যাদি নানা দিক সহজসরলভাবে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়েছে বইটিতে। নিজেদের প্রয়োজনেই সকলের
বইটি পড়া উচিত।
এন আর সি : বিভাজনের রাজনীতি
হরিলাল নাথ। ন্যাশনাল বুক এজেন্সি। ১২এ, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা-৭৩। ১৫ টাকা।
Comments :0