MUKTADHARA : POETRY : AJKER KABITA : RAHUL CHATTAPADHAYA : 20 AUGHST 2024, TUESDAY

মুক্তধারা : কবিতা : আজকের কবিতা : রাহুল চট্টোপাধ্যায় : ২০ আগস্ট ২০২৪, মঙ্গলবার

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  AJKER KABITA  RAHUL CHATTAPADHAYA  20 AUGHST 2024 TUESDAY

মুক্তধারা : কবিতা

আজকের কবিতা 
রাহুল চট্টোপাধ্যায়


একরাশ অন্ধকার,
ক্ষীণ আলোয় দেখা সামনের 
পৃথিবী।
সুপ্তি থেকে জেগে রয়েছে 
নির্ভেজাল কিছু মানুষ।
অসমাপ্ত পথটা চলতে
হবে তাদের।
তাই বাঁধভাঙা জল
চলে আসে সুড়ঙ্গপথে।
      
বিড়ম্বিত সময় কুঁকড়ে যায়,
রাত্তিরের মাপকাঠি বদলে যায়,
সম্ভব-অসম্ভবের টানাপোড়েন 
ভেসে যায় বিপন্ন নাবিকের নৌকায়
তবু একটানা আলোকরেখার,
খোঁজ করে জনতা,
পথ চলে অবিরাম,
নিশানে রক্তিম স্বপ্ন ছুঁয়ে।


 

Comments :0

Login to leave a comment