মুক্তধারা
কবিতা
একটি সাদা দেয়াল
অজয় বিশ্বাস
দেয়ালটা সাদা ছিল
সাদা-ই রয়ে গেল
কারা যেন কালি মাখাতে
চেষ্টা করেছিল
কালি ফিরে গেল লজ্জা পেয়ে
বদনাম আঁকতে গিয়েছিল
কিছু লোক
তা ও কর্পূরের মত উবে গেল
আর বিরুদ্ধতা
সেই দেয়ালে ধাক্কা খেয়ে
এখন নিরুদ্দেশ
অনেকে বোঝে না
সব সাদা দেয়ালকে
কালো করা যায় না
তাই সাদা দেয়াল
সাদা-ই রয়ে গেল
কিন্তু অদৃশ্য একটি কথা
আজও আছে
আমাদের এগিয়ে যেতে হবে...
Comments :0