MUKTADHARA : POETRY : BILAP : AML KAR : 7 SEPTEMBER 2024, SATURDAY

মুক্তধারা : কবিতা : বিলাপ : অমল কর : ৭ সেপ্টেম্বর ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  BILAP  AML KAR  7 SEPTEMBER 2024 SATURDAY

মুক্তধারা : কবিতা

বিলাপ
অমল কর

অনেক আবর্ত ঊর্মি ঘূর্ণি ঢেউ 
আর আগুনের নদী পেরিয়ে
একটা অনাবিল বিপুল তুমুল
চনমনে ফনফনে জীবন চেয়েছি
ওড়াতে চেয়েছি ফুরফুরে জ্যোৎস্না
দিয়ে ঝলমলে নন্দন মিষ্টি এক চাঁদ
ভয়ংকর ধারালো অন্ধকার থেকে
প্রচণ্ড আলোর খোঁজে আছড়ে পড়তে
চেয়েছি অহংহীন অদ্বিতীয়মেকং
সময়ের আগে চলার ছন্দে রপ্ত করে
ধানের দুধে রোদের ঔজ্জ্বল্যে
শীতের নরমে চেয়েছি  সূর্য মাখতে

সাফল্যের কাছে পৌঁছানো হল না
ব্যবহৃত হয়ে হয়ে এখন নির্বাপিত মোম
চিনল না সংসার, পরিত্যক্ত মানুষ যেন
বুকের সংলাপে শুধু হেরে যাওয়া খেলুড়ে
কত অব্যক্ত চুপকাহিনি চেয়েছি বলতে
হদয় পেতে কখনো শুনল না কেউ
বিদ্যাপতি আর ওমর খৈয়ামের বর্ণাঢ্য
রূপকল্পের মতো সৃজনভুবনের কত
যে গল্পঘর গড়িয়ে গড়িয়ে পড়ল_
পড়ল না কেউ, পাতা উলটে দেখল না

ধূর্ত হতে শিখিনি,ছল্লিবল্লি চাতুরী পারিনি
সাগরের মতো মন, আকাশের মতো হৃদয়
নিয়ে নিছক একার মতো একা হয়ে
একার সঙ্গে অকেজো হয়ে গেল জীবন

তবু আজও একরাশ জীবনযন্ত্রণায়
মৃত্যু উপত্যকায় গভীর মৃত্যুর গহ্বরে
জীবনের ছনছন মৃত্যুহীন স্বপ্নগুলো
বেজে বেজে ওঠে সময়ের এসরাজে।

Comments :0

Login to leave a comment