মুক্তধারা : কবিতা
দেশপ্রেমিক
স্বপন সেন
দেশপ্রেমিক কারা?
শাসক যারা।
দেশদ্রোহী কারা?
প্রতিবাদ করে যারা।
দেশপ্রেমিক কারা?
দাদার দিকে যারা।
দেশদ্রোহী কারা?
মিছিল করে যারা।
দেশপ্রেমিক কারা?
অস্ত্র মালিক যারা।
দেশদ্রোহী কারা?
আলোচনা চায় যারা।
দেশপ্রেমিক কারা?
টাকা নিয়ে বিদেশ ভাগে যারা।
দেশদ্রোহী কারা?
শ্রমদিয়ে সম্পদ গড়ছে যারা।
আতঙ্কে থাকে কারা?
শাসক শ্রেণী যারা।
মরবে না কারা?
শোষিত শ্রেনী যারা।
Comments :0