MUKTADHARA : POETRY : KURL MARX : SUVENDHU PALIT : 3 SEPTEMBER 2024, TUESDAY

মুক্তধারা : কবিতা : কার্ল মার্কসের প্রতি— : শুভেন্দু পালিত : ৩ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  KURL MARX  SUVENDHU PALIT  3 SEPTEMBER 2024 TUESDAY

মুক্তধারা : কবিতা

কার্ল মার্কসের প্রতি—

শুভেন্দু পালিত

দরজাগুলো খুলতে চেয়ে 
ধাক্কা খেয়েছি বারবার। 
রাত্রে এক আকাশ নক্ষত্র-আলোর দিকে
চেয়ে দেখেছি, উদারতায় মুগ্ধ আমি।

আবার নতুন করে জেগে উঠে 
খুলতে চেয়েছি তোমার দেখানো দরজা গুলো, 
আছড়ে পড়েছি ব্যার্থতার গহ্বরে। 
তীব্র যন্ত্রনা, হাহাকার, রঙিন কাচের 
চোখ ঝলসানো অন্ধকার—
আমি প্রাণপনে উঠে দাঁড়িয়ে হেঁটেছি সামনের দিকে।

অবশেষে—
অবশেষে তোমার দেখানো পথে পা বাড়ালাম, 
জানি, এবার খুলবেই পৃথিবীর সব রুদ্ধ দুয়ারগুলো।

 

 

Comments :0

Login to leave a comment