MUKTADHARA : POETRY : MAYTERA : DEBASHIS BHATTACHARJEE : 24 AUGHST 2024, SATURDAY

মুক্তধারা : কবিতা : মৈত্রেয় : দেবাশিস ভট্টাচার্য : ২৪ আগস্ট ২০২৪, শনিবার

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  MAYTERA  DEBASHIS BHATTACHARJEE  24 AUGHST 2024 SATURDAY

মুক্তধারা : কবিতা

 

মৈত্রেয়


 

দেবাশিস ভট্টাচার্য 

 


 

চলে যাচ্ছ মেঘের কিনারে রেখে শ্রাবণ সূর্যকে 

রেখে চলে যাচ্ছো তোমার শিল্প অপরাধ 


 

ধ্বংস তখনো হয়নি স্তুপ

এ কথা বুঝিয়েছিলে তুমি তো বারবার

অপূর্ব মূর্খেরা মাটি থেকে তুলে লক্ষ লক্ষ স্বপ্ন 

সেদিন করেছিল সৎকার 


 

সেদিন থেকে টলছে জলে মাঝির সংসার 

আজও সূর্য হেঁটে দাঁড়ায় সেখানে একবার 


 

ঝড় থেকে বাঁচিয়ে 

তুমি রেখে যাচ্ছ পুঁথি মূল্যবান 

মহাকাল তো এই শ্রাবণে দেখেছে আগেও

জনতার মাঝে শুভ্র মৃত্যুযান

 


 

Comments :0

Login to leave a comment