MUKTADHARA : POETRY : RAKTADAN : BIBHASH GHOSH : 31 AUGHST 2024, SATURDAY

মুক্তধারা : কবিতা : রক্তদানে কিসের দ্বিধা : বিভাস ঘোষ : ৩১ আগস্ট ২০২৪, শনিবার

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  RAKTADAN  BIBHASH GHOSH  31 AUGHST 2024 SATURDAY

মুক্তধারা : কবিতা

রক্তদানে কিসের দ্বিধা

বিভাস ঘোষ  


হচ্ছে কেন ভয়—-
জানেন না কি রক্ত দিলে
হয়না দেহের ক্ষয়।
পাঁচ কেজি-টাক রক্ত থাকে
সবার মাথা পিছু,
৩৫০মি.লি. দিয়ে দিলে
নেইকো ক্ষতি কিছু।
দু-সপ্তাহে পূরণ করে–
আবার ওঠে জমে।
নিজের দেহ ই ঠিক করে নেয়
গেছিল যেটা কমে।
শরীরে সব রক্ত যে ভাই, হচ্ছে অবিরত
নষ্টও তা হচ্ছে পরে, খোঁজ কি রাখেন এত?
মন্ত্রী-রাজা হয়তো বা কেউ ফকির এ সংসারে
রক্তটাতে নেই ভেদাভেদ, সমান হতে পারে।
শেখ মুজিবুর, রক্ত যে দেয়, রাজদীপ তাই বাঁচে
জাত ধর্ম এক হয়ে যায়, রক্ত ধারার কাছে।
তাই তো বলি রক্ত দিতে এগিয়ে আসুন ভাই
রক্তদানের চেয়ে যে আর মহৎ কিছুই নাই।।

 
একাদশ শ্রেণী 
কল্যাণ নগর বিদ্যাপীঠ খড়দহ উত্তর ২৪ পরগনা 
সারদা পল্লী, পান শিলা
উত্তর ২৪ পরগনা

Comments :0

Login to leave a comment