MUKTADHARA : POETRY : SUNO THEKE SHURU : ANZU BANU : 22 AUGHST 2024, THURSDAY

মুক্তধারা : কবিতা : শূন্য থেকে শুরু : আনজু বানু : ২২ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  SUNO THEKE SHURU  ANZU BANU  22 AUGHST 2024 THURSDAY

মুক্তধারা : কবিতা

শূন্য থেকে শুরু

আনজু বানু

দু'হাত বাড়িয়ে আছি পথের দিকে
পথের মাটি ছুঁয়ে আছি দু'পায়ের নীচে। 
আমার চারপাশে যুদ্ধমন্ত্র পড়ছে অগণিত মানুষ।
কারা যুদ্ধ চায় আমি জানি না
কেন চায় তাও জানি না।
আমি শুধু জানি পৃথিবীর জন্মলগ্নের কথা
যখন তিনভাগ জল,একভাগ স্থল ছিল না।
আমি শুধু জানি সেই শূন্য থেকে শুরু,
সেই থলথলে জেলির মত পদার্থ দিয়ে- পৃথিবীর চরিত্র গঠনের ইতিহাস।
এ সব ভাবলে আমার বুকের মধ্যে
হিম বাতাস ঢুকে ভয়ানক ছটফট করে,
সেই বাতাস অতিশয় উত্তপ্ত হয়ে 
দ্রুত বেরিয়ে আসে দীর্ঘশ্বাস হয়ে।
ক্লান্ত হয়ে চোখ বুজলে
হিরোসিমা ও নাগাসাকির আগুন 
আমায় পোড়াতে চায়।
তাই দু'ফোঁটা জল চেয়ে লুব্ধ তাকিয়ে থাকি
কারও চোখে জল নেই।
সবাই রক্ত দিতে চায়,আগুন দিতে চায়,
হৃদয়ের জলাশয় শুকিয়ে
সবাই শূন্য হয়ে আছে।
তারা মরুভূমিতে খেলাঘর গড়ে 
মরুভূমিতে স্বপ্নছবি আঁকে
মরীচিকার সাথে খুনসুটি করে,
সভ্যতার দাবীদার হয়ে মানুষের রক্ত চায়
আর যুদ্ধমন্ত্র পড়ে।

Comments :0

Login to leave a comment