MUKTADHARA : POETRY : UTHSARGA : GOURI SENGUPTA : 5 SEPTEMBER 2024, THURSDAY

মুক্তধারা : কবিতা : উৎসর্গ : গৌরী সেনগুপ্ত : ৫ সেপ্টেম্বর ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  UTHSARGA  GOURI SENGUPTA  5 SEPTEMBER 2024 THURSDAY

মুক্তধারা : কবিতা

উৎসর্গ
গৌরী সেনগুপ্ত

মহল্লা আঁধার করে বিচারের দাবি
রাত দখল করে নিল মশাল লড়াই
আলো নিভে দাঁড়িয়েছে গৃহস্থ ছবি
মোমবাতি নিয়ে এসো মিছিল গড়াই ।

প্রবল উত্তাপ এক দায়িত্বের কাঁধে
শবদেহ দাহে গেছে বে আইন হয়ে
সেইখানে বাণী হবে বিচারের পথে
শিরদাঁড়া ফিরে এল বিবেক জাগিয়ে ।

ক্ষতগুলো ঘটে গেছে কলঙ্ক অধ্যা্যে
সমাজ মানুষ চায় রোবটতো নয়
তাই আহ্বান জমাট হয় বন্ধন চেয়ে
কোটি কণ্ঠে গান ওঠে তিলোত্তমা গায় ।

বন্ধু তোমায় ফিরতে হবে জড়তা ভাঙছে
বুক ফাটা আর্তনাদ ক্যানভাস আঁকছে ।

Comments :0

Login to leave a comment