SFI on Vaishno Devi Medical College

সাম্প্রদায়িক শক্তির কাছে আত্মসমর্পণ মেডিক্যাল কাউন্সিলের, বৈষ্ণোদেবী কলেজ প্রসঙ্গে বলল এসএফআই

জাতীয়

ন্যাশনাল মেডিক্যাল কমিশনের তরফে জম্মু ও কাশ্মীরের শ্রী মাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অফ মেডিক্যাল এক্সসিলেন্স কলেজের অনুমোদন বাতিলের ঘটনার তীব্র সমালোচনা করল এসএফআই। 
এই মেডিক্যাল কলেজের অনুমোদন বাতিল করেছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন। কিন্তু শিক্ষা বা পাঠদান সংক্রান্ত সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় কাটরার কাছে এই মেডিক্যাল কলেজে এমবিবিএস’র আসন ৫০টি। তার মধ্যে ৪২ জন ছাত্রছাত্রী ধর্মের নিরিখে মুসলিম। পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতে সুযোগ পেয়েছিলেন তাঁরা। মুসলিম ছাত্রছাত্রীদের নিয়ে আপত্তি তোলে উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন। অনুমোদন বাতিল হওয়ার পর এই বাহিনী উল্লাসে ফেটে পড়েছে।  
এসএফআই অনুমোদন ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছে। ছাত্রছাত্রীদের ফিরিয়ে নেওয়ার দাবিও জানায় এসএফআই। 
শনিবার বিবৃতিতে এসএফআই বলেছে, ‘নিট’ উত্তীর্ণ হওয়ার পরেই ওই ৪২ কাশ্মীরি মুসলিম ছাত্র ভর্তি হয়েছিলেন। এই অনুমোদন বাতিলের স্পষ্ট যে সাম্প্রদায়িক শক্তির সামনে ন্যাশনাল মেডিক্যাল কমিশন নির্লজ্জ আত্মসমর্পণ করেছে। এই আত্মসমর্পণ লজ্জাজনক। 
এসএফআই বলেছে, সংবিধান অনুযায়ী ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। এই নির্দেশ সংবিধান সম্মত নয়। কোন আইনের ভিত্তিতে অনুমোদন প্রত্যাহার করার অনুমতি দেওয়া হলো তা জানাতে হবে কেন্দ্রে আসীন বিজেপি-আরএসএস সরকারকেও। পাশাপাশি ওই আক্রান্ত কাশ্মীরি মুসলিম ছাত্ররা কবে ভর্তি হতে পারবে সেই বিষয়টিও স্পষ্ট করে জানাতে হবে সরকারকে।

Comments :0

Login to leave a comment