‘নতুন বছরে নতুন বই’ কলেজ স্ট্রিটে ইংরেজি নতুন বর্ষের প্রথমে মার্কসীয় প্রগতিশীল সাহিত্যের বুক স্টল করলো সিইউইএ। ৬ জানুয়ারি থেকে শুরু হয় এই স্টল। শুক্রবার তা শেষ হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিট ক্যাম্পাসের বাইরে হয়েছে এই স্টল। মঙ্গলবার বুক স্টলের উদ্বোধন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্যামল চক্রবর্তী।
সংগঠনের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা বলেন, ‘নতুন বছরে নতুন বই এই কথাকে সামনে রেখে আমাদের এই বুক স্টল। তিন বছরে পা দিল এই কর্মসূচি। নভেম্বর মাসে এসএফআই একটি বুক স্টল করে।’
বুক স্টলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রী, অধ্যাপক এবং কর্মীদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে। বহু পথ চলতি মানুষ এগিয়ে এসে বই কিনছেন বই দেখছেন। মার্কসীয় সাহিত্যের পাশাপাশি বিভিন্ন গল্প, কবিতার বই রয়েছে স্টলে। উদ্যোক্তাদের কথায় মানুষের মধ্যে বই কেনার এবং বই পড়ার প্রবনতা বাড়ানো তার সাথে সাম্প্রদায়িক রাজনীতির মোকাবিলা করার জন্য এই স্টল।
বুক স্টলের উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় কর্মচারী আন্দোলনের সর্বভারতীয় নেতা অঞ্জন ঘোষ।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক শ্যামল চক্রবর্তী একদিকে যেমন বর্তমান সময়ে সরকারি মদতে শিক্ষাব্যবস্থার ক্ষতিসাধনের দিকটি উল্লেখ করেন, পাশাপাশি বাংলার নবজাগরণের সময় থেকে ইস্কুল শিক্ষার বাইরেও জ্ঞানচর্চার যে অপরিসীম সুযোগ বিভিন্নভাবে বই চর্চার মধ্যে দিয়ে উঠে এসেছে, সেই বিষয়েও সকলকে অবহিত করেন। সঠিক বই নির্বাচন ও পাঠের মধ্যে দিয়েই বিশ্ববীক্ষা গড়ে তোলা সম্ভব এবং সেটাই এই ক্ষয়িষ্ণু সময়ের একটি অন্যতম প্রধান কাজ বলে তিনি উল্লেখ করেন।
প্রথম দিনের বুক স্টলে বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন ১২ই জুলাই কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক সুমিত ভট্টাচার্য, অধ্যাপক অঞ্জন বেরা, ডাঃ পবিত্র গোস্বামী সহ বহু বিশিষ্টজনেরা। সংগঠনের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা বলেন, কর্মচারীদের জন্য বুক স্টলের আয়োজন হলেও আদপে তা বিশ্ববিদ্যালয়ের সমস্ত অংশীদার সহ অগণিত সাধারণ মানুষের মিলনক্ষেত্রে পরিণত হয়। বুক স্টলে আগত বিশিষ্টজন সহ সকলকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানান সংগঠনের সভাপতি সুদীপ্ত ব্যানার্জি।
CUEA
তৃতীয় বর্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মীদের উদ্যোগে বুক স্টল, মানুষের মধ্যে বাড়তি উৎসাহ
×
Comments :0