Kanpur Gang-Raped

কানপুরে কিশোরীকে চলন্ত গাড়িতে দলবেঁধে ধর্ষণ

জাতীয়

কানপুরের সাচেন্দিতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে দলবেঁধ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ইউটিউবার শিববরণ যাদবকে পুলিশ গ্রেপ্তার করেছে। অপর অভিযুক্ত সাব-ইন্সপেক্টর অমিত মৌর্যের খোঁজ চলছে। সোমবার রাতের এই ঘটনায় ব্যবহৃত ইন্সপেক্টরের স্করপিও গাড়ি উদ্ধার হয়েছে। এডিসিপি পশ্চিম কপিল দেব সিংয়ের সামনে, নির্যাতিতা ইউটিউবার এবং পুলিশ আধিকারিকের নাম জানিয়েছে। ঘটনার তদন্তে নেমে বুধবার সকালে এডিসিপি কপিল দেব সিং নির্যাতিতার গ্রামে পৌঁছান। সেখানে গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদের সময় তাঁরা সাচেন্দি থানায় কর্মরত ইন্সপেক্টর অমিত মৌর্যের মালিকানাধীন একটি কালো স্করপিও গাড়ির কথা জানান। এডিসিপি নির্যাতিতাকে গাড়ির ছাবি এবং অভিযুক্ত ব্যক্তিকে দেখান। নির্যাতিতা গাড়িটি চিনতে পেরে ইউটিউবার এবং ইন্সপেক্টরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। এরপর, সাচেন্দি পুলিশ অভিযুক্ত ইউটিউবার শিববরণকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার নির্যাতিতার জবানবন্দি নেওয়া হবে ম্যাজিস্ট্রেটের সমানে বলে জানায় পুলিশ।
নির্যাতিতার দাদার দায়ের করা অভিযোগে জানা গেছে সোমবার রাত ১০টা নাগাদ তাঁর ১৪ বছর বয়সী বোন বাড়ি থেকে কিছুটা দূরে যায়। অনেকক্ষণ ধরে সে ফিরে না আসায় পরিবার তাকে খুঁজতে শুরু করে। রাত ১২টা নাগাদ সে বিষণ্ণ অবস্থায় বাড়ি ফিরে এসে জানায়, পথে একটি কালো গাড়িতে থাকা দুই যুবক তাকে ধর্ষণ করেছে। প্রায় ২ ঘণ্টা ধরে দলবেঁধে ধর্ষণের পরে তাকে ছুড়ে ফেলে দেওয়া হয়। উত্তরপ্রদেশের কানপুরের সাচেন্দি থানা এলাকায় ঘটেছে এই ঘটনা। পুলিশ অজ্ঞাত গাড়ি আরোহীদের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের ধারায় এফআইআর দায়ের করে। ধর্ষণে সহযোগী অভিযুক্ত ইন্সপেক্টর অমিত মৌর্যকে তিন দিন আগে বিথুর থানায় বদলি করা হয়েছিল। কিন্তু তিনি ডিউটিতে যোগ দেননি। পুলিশ সূত্রে জানা গেছে, ইন্সপেক্টর এবং ইউটিউবারের মধ্যে যোগসাজশের অভিযোগে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে তেল চুরির চক্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। নির্যাতিতার ভাই অভিযোগ করেছেন তাঁকে হুমকি দেওয়া হয়। তিনি জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ তিনি গ্রামের বাইরে কেনাকাটা করতে গিয়েছিলেন। সেই সময় অভিযুক্ত একটি বাইকে করে আসে এবং তার নাম প্রকাশ করলে ব্যবস্থা নেওয়ার হুমকি দেয়। পুলিশ জানিয়েছে ধৃত ইউটিউবার শিববরণ সিং যাদব তেল চুরি চক্রের নেতা। তার বিরুদ্ধে ইতিমধ্যেই বেশ কয়েকটি মামলা রয়েছে। পাঙ্কি পুলিশ ২০২৪ সালের সেপ্টেম্বরে শিববরণ এবং তার সহযোগী নীরজকে একটি পিস্তল সহ গ্রেপ্তার করে। সাচেন্দি পুলিশ শিববরণকে বিপুল পরিমাণ ডিজেল এবং পেট্রোল সহ গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার বয়ান অনুযায়ী অভিযুক্তরা হলেন সাব-ইন্সপেক্টর অমিতকুমার মৌর্য এবং ইউটিউবার শিববরণ যাদব। দলবেঁধে ধর্ষণের অভিযোগে ইউটিউবারকে গ্রেপ্তার করেছে। তবে এখনও পলাতক অভিযুক্ত অমিত মৌর্য।

Comments :0

Login to leave a comment