গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগেই মেলা প্রাঙ্গনে ভয়াবহ আগুন। শুক্রবার ভোর বেলায় মেলা প্রাঙ্গনে আগুন লাগে। সূত্রের খবর একাধিক দোকান, পুলিশ এবং সাংবাদিকদের থাকার জন্য নির্দিষ্ট যেই জায়গা তাতে আগুন লেগেছে।
কী ভাবে আগুন লেগেছে সেই নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। গত কয়েকদিনে কলকাতার বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা সামনে এসেছে। গতকাল সুবোধ মল্লিক স্কোয়ারের শীতের পোশাকের বাজারে আগুন লাগে। প্রশ্ন এখানেই দর্শনার্থী এবং বাকিদের কথা মাথায় রেখে কেন প্রথম থেকে আগাম সতর্কতা নেয়নি প্রশাসন।
গত বছর কুম্ভ মেলাকে কেন্দ্র করে মানুষের মৃত্যু মিছিলের সাক্ষী থেকেছে গোটা দেশ।
Comments :0