TMC

সিভিক পরিচয় দিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন, অভিযুক্ত উত্তরপাড়ার তৃণমূল যুব নেতা

জেলা

উত্তরপাড়ায় ধর্ষণে অভিযুক্ত তৃণমূল যুবনেতা দীপঙ্কর অধিকারী।

তৃনমূলের পরিচয় দিয়ে, নাম ভাঙিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ছিলো আগেই। এবার সিভিক পরিচয় দিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হল উত্তরপাড়ার তৃনমূল যুব নেতা দীপঙ্কর অধিকারী ওরফে সোনাই। তৃনমূলের বিভিন্ন কর্মসূচীতে ওই যুবককে দেখা যায়। উত্তরপাড়া ও হুগলি জেলার একাধিক শাসক দলের নেতার সঙ্গে যুবকের ছবি দেখা গেছে। ঘটনার প্রতিবাদে শুক্রবার উত্তরপাড়া থানার সামনে ছাত্র যুব মহিলার পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, নাবলিকা তার এক বন্ধুর সঙ্গে ওই এলাকায় গিয়েছিল। অভিযুক্তরা ওই বন্ধুকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। তারপর ধর্ষন করে। পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে তাকে আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে। নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বছর ষোলোর নাবালিকা তার এক বন্ধুর সঙ্গে বন্ধ হিন্দমোটর কারখানার ভিতর গিয়েছিলো বৃহস্পতিবার সন্ধায়।সেখানে সোনাই ও তার দুই বন্ধু ওই নাবালিকাকে ধর্ষন করে বলে অভিযোগ। এলাকার মানুষজন ক্ষোভ উগরে দিয়ে বলছেন, এরা তৃনমূল করে বলে মনে করেছে যা খুশি করব। ওদের দলের নেত্রী কাল ফাইন নিয়ে চলে এলেন। এইসব দেখেই তো সাহস পাচ্ছে এরা। এই দীপঙ্কর অধিকারী সঙ্গে তৃণমূলের সব নেতার ছবিও ফেসবুকে দেখা গিয়েছে। আর তা থেকেই বোঝা যায় যে এই ছেলেটিও তৃণমূলের যুব সংগঠনের নেতৃত্ব।
উত্তরপাড়ার সিপিআই(এম) নেতৃত্ব আভাস গোস্বামী বলেন, "তৃণমূলের রাজত্বে মহিলারা কখনওই সুরক্ষিত নয়। আর জি কর থেকে শুরু করে কসবা ল কলেজ সব জায়গাতেই তৃণমূল জড়িত। আর উত্তরপাড়ায় এলাকায় যে ঘটনা ঘটেছে তাতে তৃণমূলের জড়িত থাকা পরিষ্কার। যে ছেলেটির নামে এই ঘটনা উঠে আসেছে সে এই এলাকার তৃণমূল যুব নেতা। তৃণমূলের বিধানসভায় এলাকায় সমস্ত বড় নেতাদের সঙ্গেই তার খুব ঘনিষ্ঠতা রয়েছে। এর আগেও তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আছে। আমরা চাই দোষীর কঠিনতম শাস্তি হোক।"

উল্ল্যেখ, হিন্দমোটরের এক ভেরির ব্যবসায়ীকেও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে দীপঙ্কর অধিকারীকে। সেই হুমকির অডিও ভাইরাল হতে অস্বস্তিতে পরে তৃনমূল। সেই অডিওতে যুবক নিজেকে উত্তরপাড়া শহর তৃনমূল যুব কংগ্রেসের সহ সভাপতি বলে পরিচয় দেয়। এরপর ধর্ষনের অভিযোগে সেই যুবকই গ্রেফতার হওয়ায় তৃণমূলের অস্বস্তি আরও বেড়েছে।


 

Comments :0

Login to leave a comment