কবিতা
মুক্তধারা
আন্তর্জাতিক নববর্ষের শুভেচ্ছা
পল্লবী আদক
২০২৬ জানুয়ারি ৭ | বর্ষ ৩
নতুন বছর নতুন আশা
নতুন করে ভালবাসা
নতুন দিনের স্বপ্ন দেখে
নতুন ফুলের রেণু মেখে।
দূর করে মনের গ্লানি
ভাল যেন বাসতে জানি
বন্ধুরা সব ভাল থেক
পরস্পরে আস্থা রেখ।
শুভ হোক চিরদিন
বাজুক মনে খুশির বীণ
২০২৬ এর শুভেচ্ছায়
এই বার্তাই জানিয়ে যাই।
Comments :0