পার্ক সার্কাসে পুরোনো বাড়ির চাঙড় ভেঙে এক জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম দুই শিশু সহ আরও তিনজন। কলকাতার পার্ক সার্কাস এলাকায় একটি বাড়ির ছাদ ধসে এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। নিহতের নাম রাবিয়া খাতুন। সোমবার ভোরে পার্ক সার্কাসের লোহাপুল পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। চাঙড় ভেঙে এক শিশু সহ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোর ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। লোহপুল এলাকার একটি তিনতলা বাড়ির প্রথম তলায় একটি পরিবার বাস করতেন। প্রথম তলার সিলিং-এর একটি অংশ ভেঙে পড়ে। পরিবারের সকল সদস্য তখন ঘুমাচ্ছিলেন। সিলিং তাদের উপর ভেঙে পড়ে। জানা গেছে যে রাবিয়া খাতুন ঘটনাস্থলেই মারা গেছেন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা রাবিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর এক শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এক শিশু সহ আরও দুইজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের বক্তব্য দীর্ঘদিন ধরে বাড়িটি মেরামত করা হয়নি। স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন, বাড়িটা অনেক পুরনো। রক্ষণাবেক্ষণের অভাবে ছাদের একটি অংশ ভেঙে পড়ার ফলে দুর্ঘটনা ঘটেছে। বাড়িটিতে যারা ভাড়া থাকতেন তাঁরা বারবার মেরামতের জন্য বাড়ির মালিককে অনুরোধ জানিয়েছেন। তবুও কোনো কাজ হয়নি। রক্ষণাবেক্ষণের অভাবেই এই দুর্ঘটনা।
Park Circus
পার্ক সার্কাসে বাড়ির চাঙড় ভেঙে মৃত ১
×
Comments :0