বন্ধ করা হলো ঐতিহ্যশালী শিল্প প্রতিষ্ঠান প্রবর্তক জুট মিল। কামারহাটির কাছে বিটি রোডের পাশে এই চটকলের শ্রমিকরা মঙ্গলবার সকালে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। সোমবার রাতেও তাঁদের কাছে কোনও খবর ছিল না। এদিন সেই নোটিশ দেখে বিক্ষোভে পথ অবরোধ করেন শ্রমিকরা।
মঙ্গলবার সকালবেলার শিফটের শ্রমিকরা এসে দেখতে পান কারখানা বন্ধের নোটিশ। একসময়ে এই কারখানায় শ্রমিকের সংখ্যা ছিল ৩ হাজারের ওপর। ২০১১’র পর থেকে কারখানা ক্রমে রুগ্ন হতে থাকে। শ্রমিকে সংখ্যা কমে দাঁড়ায় ৬০০-৭০০।
শ্রমিকরা এদিন বলেন, কারখানা বাঁচাতে শিল্প বাঁচাতে আমরা চেয়েছিলাম কর্তৃপক্ষ অন্তত কারখানা চালু রাখুক। দুটো শিফটে কাজ চলছিল। কিন্তু মালিক পক্ষ আচমকা নোটিশ দিয়েছে। কাঁচামালের জোগানের অভাবকে কারণ দেখিয়েছে। এদিন কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকদের মধ্যে বিক্ষোভ দেখা যায়। এরপরে শ্রমিকরা কারখানার গেট থেকে চলে আসেন বিটি রোডের ওপর। কারখানার মেন গেটেও বিক্ষোভ দেখান। প্রায় এক ঘণ্টার উপরে পথ অবরোধ করেন।
স্বাধীনতা আন্দোলনের সঙ্গে প্রবর্তক জুট মিলের সম্পর্ক ছিল। বলা হয়, সশস্ত্র স্বাধীনতা আন্দোলনে অর্থ জোগানো হতো এই চটকল থেকে। এই শিল্প প্রতিষ্ঠান শিক্ষার বিকাশে গড়ে তুলেছিল শিক্ষা প্রতিষ্ঠানও। পাশাপাশি প্রবর্তক প্রেস এবং প্রবর্তক ফার্নিচারের অর্থও সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে ব্যবহার করা হতো।
কারখানা খোলা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।
Prabartak Jute Mill
বন্ধ হলো প্রবর্তক জুট মিল, বিক্ষোভ শ্রমিকদের
প্রবর্তক জুট মিলের গেটে বিক্ষোভ। ছবি: অভিজিৎ বসু
×
Comments :0