গ্যাবনকে হারিয়ে এশিয়া নেশনস কাপের পরের রাউন্ডে ওঠার টিকিট জোগার করল আইভরি কোস্ট। আফ্রিকা নেশনস কাপ বা ‘অ্যাফকন’ কাপে গতবারের চ্যাম্পিয়ন আইভরি কোস্ট।
গ্যাবনের সঙ্গে ম্যাচে ২ গোলে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে জয়ী হয়েছে আইভরি কোস্ট।
১৬ দলের নকআউট রাউন্ডে উঠেছে ক্যামেরুনও। এই টুর্নামেন্টে পাঁচবারের বিজয়ী ক্যামেরুন।
অন্য গ্রুপের খেলায় পিছিয়ে থেকেও মোজাম্বিককে ২-১ ব্যবধানে হারিয়েছে ক্যামেরুন।
পরের রাউন্ডে ২০২১’র চ্যাম্পিয়ন সেনেগালের সঙ্গে সুদানের ম্যাচ নিশ্চিত। আলজেরিয়া খেলবে কঙ্গোর সঙ্গে।
এবারে ‘অ্যাফকন’ হচ্ছে মরক্কোতে। তানজানিয়ার সঙ্গে মরক্কোর খেলা পড়েছে রাবাতে। সাতবারের চ্যাম্পিয় মিশর বেনিনের সঙ্গে খেলবে আগাদিরে।
AFCON
অ্যাফ্রিকা নেশনস কাপের নকআউটে আইভরি কোস্ট, ক্যামেরুনও
×
Comments :0