নতুন বছরের প্রথম দিনেই যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের ডাক দিয়ে জলপাইগুড়ি শহরে প্রভাত ফেরী অনুষ্ঠিত হলো। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জলপাইগুড়ি কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার সকালে “বিজ্ঞানের আলো প্রতি ঘরে জ্বালো”— এই বার্তা নিয়ে শহর পরিক্রমা করে জনবিজ্ঞান আন্দোলনের এই শোভাযাত্রা।
তীব্র শৈত্যপ্রবাহ ও কুয়াশার প্রতিকূলতাকে উপেক্ষা করেই অভিভাবক, ছাত্রছাত্রী ও বিজ্ঞানমনস্ক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রভাত ফেরীটি প্রাণবন্ত হয়ে ওঠে। শোভাযাত্রার প্রথম সারিতে ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জলপাইগুড়ি জেলা শাখার সম্পাদক ডা. পার্থসারথী চক্রবর্তী, জেলা সভাপতি বিশিষ্ট শিশু চিকিৎসক ডা. প্রদীপ ভৌমিক, জলপাইগুড়ি কেন্দ্রের সম্পাদক রিতা রায় সেনগুপ্ত-সহ জনবিজ্ঞান আন্দোলনের একাধিক নেতৃবৃন্দ।
প্রভাত ফেরী শেষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় নেতৃবৃন্দ বলেন, চার দশকেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মানুষের পাশে থেকে বিজ্ঞানচেতনা, যুক্তিবাদ ও কুসংস্কার বিরোধী আন্দোলনকে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে চলেছে। আজ যখন সমাজে অন্ধবিশ্বাস, গুজব, ছদ্মবিজ্ঞান ও বিভ্রান্তিকর তথ্যের প্রভাব বাড়ছে, তখন বিজ্ঞানমনস্ক সংগঠন হিসেবে বিজ্ঞান মঞ্চের ভূমিকা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
তাঁরা জানান ১ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত এক মাস ‘বিজ্ঞান অভিযান’ কর্মসূচির চলবে। পদযাত্রা, আলোচনা সভা, বিজ্ঞানচর্চা, ছাত্রছাত্রীদের সঙ্গে সংলাপ ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের কাছে বিজ্ঞানভিত্তিক চিন্তাধারার বার্তা পৌঁছে দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য।
নেতৃবৃন্দের বক্তব্যে উঠে আসে— “কুসংস্কার নয়, পথ দেখাবে বিজ্ঞান। অন্ধবিশ্বাস নয়, জাগ্রত হোক যুক্তিবাদ। ভয় নয়, উদিত হোক জ্ঞান।”
বিশেষ করে শিশু-কিশোর ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিজ্ঞান মঞ্চের আহ্বান— প্রশ্ন করো, ভাবো, যুক্তি খোঁজো এবং বিজ্ঞানচর্চা করো। কারণ বিজ্ঞানমনস্কতাই একটি শক্তিশালী, মানবিক ও গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার প্রধান হাতিয়ার।
Paschim Banga Vigyan Mancha
বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু স্মরণে জলপাইগুড়িতে প্রভাত ফেরী বিজ্ঞান মঞ্চের
বিজ্ঞানমনস্কতার পক্ষে জলপাইগুড়ি শহরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রভাত ফেরী।
×
Comments :0