বাংলাদেশে ময়মনসিংহের ভালুকায় একটি বস্ত্র কারখানায় এক নিরাপত্তা রক্ষীর গুলিতে নিহত হয়েছেন আরেক নিরাপত্তা কর্মী। নিহতের নাম বজেন্দ্র বিশ্বাস (৪২)।
এ ঘটনায় অভিযুক্ত ‘আনসার’ সদস্য নোমান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার ভালুকা উপজেলার মেহরাবাড়ী এলাকায় লাবিব গ্রুপের প্রতিষ্ঠান সুলতানা সুয়েটার্স লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত বজেন্দ্র সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় ঘটনা ঘিরে প্রতিক্রিয়া ভিন্ন মাত্রা পেয়েছে। এর আগে ময়মনসিংহেই বস্ত্র শ্রমিক দীপুচন্দ্র দাসকে উন্মত্ত ভিড় হত্যা করেছিল। তবে বজেন্দ্র বিশ্বাস হত্যায় ধর্মপরিচয় জড়িত কিনা তা খুঁজে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
বাংলাদেশে ‘আনসার’ হিসেবে সহযোগী নিরাপত্তা কর্মী নিয়োগ করে স্বরাষ্ট্র মন্ত্রক। বিভিন্ন কারখানাতেও নিরাপত্তার দায়িত্বে নিয়োগ করা হয় আনসার সদস্যদের।
পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়াকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার কারণ ও বিস্তারিত পরিস্থিতি জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে দুই আনসার সদস্যদের মধ্যে ডিউটি নিয়ে মতবিরোধ ছিল।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মণীন্দ্র নাথ বলেন, এই অন্তর্বর্তী সরকারের সময় ২৯ হাজার সংখ্যালঘু হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
একটি সূত্র জানিয়েছে, দুই নিরাপত্তা কর্মীকেই কারখানায় নির্দিষ্ট জায়গায় দেখা গিয়েছিল। নোমান মিয়াকে সরকারের দেওয়া শটগান বের করতে দেখা যায়। কিছুক্ষণের পরই গুলির শব্দ পাওয়া যায়। বজেন্দ্র বিশ্বাসের বাঁ পায়ের থাইয়ে গুলি লাগে। তাঁকে ভালুকা উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Bangladesh Bajendra Biswas
ময়মনসিংহেই ফের হত্যা, সহকর্মীর গুলিতে নিহত নিরাপত্তা কর্মী
অভিযুক্ত নোমান মিয়া।
×
Comments :0