metro service disrupted

ছুটির দিনে ব্যাহত ব্লু লাইনের মেট্রো পরিষেবা

কলকাতা

ছুটির দিনে প্রায় দেড়ঘন্টা ব্যাহত মেট্রো পরিষেবা। রবিবার যান্ত্রিক ত্রুটির কারণে ব্লু লাইনের দক্ষিনেশ্বের থেকে ময়দান পর্যন্তমেট্রো চলাচল বন্ধ রাখা হয়। এমনটাই জানিয়েছেন মেট্রোর এক কর্মকর্তা।  

এদিন দক্ষিণেশ্বের এবং ময়দানের মধ্যবর্তী স্টেশনগুলির মধ্যে সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়।  মেট্রো রেলের একজন কর্মকর্তা জানিয়েছেন, মহানায়ক উত্তম কুমার স্টেশনের ঠিক আগে একটি ট্রেনের মোটরম্যান হঠাৎ জরুরি ব্রেক চাপতে বাধ্য হন। তবে কি কারণে জরুরি ব্রেক চাপতে তিনি বাধ্য হন তা তদন্ত করে দেখা হচ্ছে। 
যাত্রীদের নিরাপত্তার জন্য বিপত্তির পর, সকাল ১১:৩০ টার দিকে টালিগঞ্জে রেলওয়ে রেক থেকে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
পাশাপাশি ওই কর্মকর্তা আরও জানান, দুপুর ১টা থেকে ব্লু লাইনের (দক্ষিণেশ্বর-শহীদ ক্ষুদিরাম) পুরো অংশে স্বাভাবিক পরিষেবা পুনরায় শুরু করা হয়েছে।

 

Comments :0

Login to leave a comment