সংঘর্ষবিরতি চুক্তি করল থাইল্যান্ড এবং কম্বোডিয়া। দু’দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা সই করেছেন চুক্তিতে। এর আগে একবার চুক্তি হলেও তা টেকেনি।
সংঘর্ষের জন্য দু’দেশই প্রতিবেশীকে দায়ী করে এসেছে। গত শনিবার থাইল্যান্ডের বিরুদ্ধে বিমানহানার অভিযোগ তুলেছে কম্বোডিয়া। চুক্তিতে বলা হয়েছে বাহাত্তর ঘন্টা পার হলে কম্বোডিয়ার ১৮ সেনাকে মুক্তি দিতে হবে থাইল্যান্ডকে।
এবার চুক্তি সই হওয়ার পরই থাইল্যান্ডের বিদেশ মন্ত্রক কম্বোডিয়ার বিরুদ্ধে ল্যান্ডমাইনে তাদের সেনার পা উড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছে।
দু’দেশের সংঘর্ষবিরতির জন্য প্রথম থেকে সক্রিয় ছিল মালয়েশিয়া। গত জুলাইয়ে মালয়েশিয়ার মধ্যস্থতাতেই সই হয়েছিল চুক্তি। তা যদিও ভেস্তে যায়।
থাইল্যান্ড জানিয়েছে তাদের ২৬ সেনা নিহত হয়েছে সংঘর্ষে। কম্বোডিয়া জানিয়েছে তাদের ৩০ জন নিরস্ত্র নাগরিকেরও মৃত্যু হয়েছে। সীমান্তের পাশে বাস করেন দু’দেশেই এমন বহু মানুষকে ঘর ছাড়তে হয়েছে গত কয়েক মাসে। তাঁদের ঘরে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে চুক্তিতে।
Ceasefire Thailand Combodia
সংঘর্ষবিরতি চুক্তি থাইল্যান্ড-কম্বোডিয়ার
×
Comments :0