ভিন্ন জাতের যুবকের সাথে মেয়ের সম্পর্ক মেনে নিতে না পেরে মেয়েকেই খুন করলেন বাবা মা। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়। সংবাদ সংস্থা পিটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনাটিকে প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন অভিযুক্ত দম্পতি। ময়নাতদন্তের পর আসল তথ্য সামনে আসে। দেখায় যায় তাকে খুন করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত দম্পতি থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। তারা জানান, দীর্ঘদিনের পেটের যন্ত্রণায় ভুগতে থাকা তাদের মেয়ে আত্মহত্যা করেছে। তাদের সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে।
মৃতদেহের ময়নাতদন্তের পর সামনে আসে আসল তথ্য। রিপোর্টে বলা হয়, ওই কিশোরীর মৃত্যু আত্মহত্যার কারণে নয়, বরং শ্বাসরোধ বা গলা টিপে হত্যা করা হয়েছে।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে গ্রামেরই এক ভিন্ন জাতের যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল ওই নাবালিকা। মেয়েকে একাধিকবার সেই সম্পর্ক থেকে বেড়িয়ে আসার জন্য চাপ দিয়েছিলেন বাবা-মা। কিন্তু তাদের কথায় রাজি হয়নি সে।
পুলিশের কথায়, মেয়ের এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে তাকে খুন করেন বাবা-মা। তদন্তে জানা গিয়েছে প্রথমে তারা জোর করে মেয়েকে কীটনাশক খাওয়ান। এরপর শ্বাসরোধ করে তাকে খুন করা হয়। খুনের পর গোটা ঘটনাটিকে আত্মহত্যা বলে সাজানোর চেষ্টা করা হয়েছিল বলেও পুলিশ জানিয়েছে।
অভিযুক্ত দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
Honour Killing
মেয়ের সম্পর্ক মেনে নিতে না পেরে খুন করলেন বাবা-মা
×
Comments :0