QUIZ — AMAL KAR — NATUNPATA — ANS : 18 DECEMBER 2025, 3rd YEAR

বলতে পারো — অমল কর — নতুনপাতা — উত্তর : ১৮ ডিসেম্বর ২০২৫, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

QUIZ  AMAL KAR  NATUNPATA  ANS  18 DECEMBER 2025 3rd YEAR

বলতে পারোঅমল করনতুনপাতা উত্তর : ১৮ ডিসেম্বর ২০২৫, বর্ষ ৩

 

জিজ্ঞাসা

১.  ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে এশিয়া থেকে কোন্ কোন্ দেশ খেলবে?
২. আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি সময় ধরে ফুটবল খেলেছেন এরকম তিনজন খেলোয়াড়ের নাম বলো।
৩. বেগম রোকেয়া সম্বন্ধে যা জানো খুব সংক্ষেপে বলো।
৪. কবি গীতিকার সুরকার গৌরীপ্রসন্ন মজুমদার সম্বন্ধে যা জানো খুব সংক্ষেপে বলো।
৫. আন্তর্জাতিক রেডক্রস কমিটি (ICRC) মোট কতবার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী?
৬. রেল চলে না কিন্তু উন্নত ও জনপ্রিয় ১০ টি দেশের নাম বলো।

জিজ্ঞাসা

১.  ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে এশিয়া থেকে মোট ৭ টি দল খেলবে: জাপান, ইরান, সৌদি আরব,দক্ষিণ কোরিয়া, কাতার, জর্ডান ও উজবেকিস্তান।
২. ক্রিস্টিয়ানো রোনালডো ২২৬ টি  ম্যাচে ১৭৯২৬ মিনিট, লিওনেল মেসি ১৯৬ টি ম্যাচে ১৬১৩৯ মিনি এবং মাইনুর ফিগুয়েরোয়া ১৮১ টি ম্যাচে ১৫৭৭০ মিনিট আন্তর্জাতিক ফুটবলে মাঠে খেলেছেন।
৩. বেগম সাখাওয়াত রোকেয়া ( জন্ম ০৯/১২/১৮৮০- মৃত্যু ০৯/১২/১৯৩২) ছিলেন চিন্তাবিদ শিক্ষাবিদ লেখক নারী জাগরণের অগ্রদূত। সুলতানার স্বপ্ন, অবরোধবাসিনী, পদ্মরাগ, মতিচুর, পদ্মানদীর ডায়রি, অন্ধকার, গিরিবালা ইত্যাদি তাঁর অমর গ্ৰন্থ।
৪.  গৌরীপ্রসন্ন মজুমদার ( জন্ম ৫/১২/ ১৯২৫) ছিলেন একজন কালজয়ী কবি গীতিকার সুরকার।
তাঁর কথায় সুর দিয়েছেন শচীন দেব বর্মন,হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, নচিকেতা ঘোষ, শ্যামল মিত্র 
প্রমুখ। অসংখ্য চলচ্চিত্রে তাঁর কথায় পরিবেশিত হয়েছে গান।
৫.  আন্তর্জাতিক রেডক্রস কমিটি (ICRC) ১৯১৭,১৯৪৪ এবং ১৯৬৩ সালে শান্তি (Peace ) বিভাগে মোট তিনবার নোবেল পুরস্কার বিজয়ী।
৬. আইসল্যান্ড,কুয়েত,কাতার,ওমান, সাইপ্রাস,মাল্টা, ভুটান,লিবিয়া,মোনাকো ও ভ্যাটিকান সিটি __এই দশটি দেশে রেল চলে না কিন্তু উন্নত ও জনপ্রিয় দেশ।

Comments :0

Login to leave a comment