মীর আফরোজ জামান: ঢাকা
বাংলাদেশের চাঁদপুরের মেঘনা নদীতে ঢাকাগামী দুটি লঞ্চের সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন ৮ জন। জানা গেছে বৃহস্পতিবার রাত দুটো নাগাদ বাংলাদেশের দুটি লঞ্চ জাকির সম্রাট-৩ অ্যাডভেঞ্চার-৯’র সঙ্গে সংঘর্ষ হয় ঘন কুয়াশার কারণে প্রাথমিক অনুমান স্থানীয় প্রশাসনের। পুলিশ সূত্রে খবর নিহতদের মধ্যে একজন মহিলা , দু’জন পুরুষ ও একজন শিশু রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজন নিখোঁজ থাকায় ইতিমধ্যে তল্লাশি-অভিযান শুরু করেছে পুলিশবাহিনী। প্রত্যক্ষদর্শী এক যুবকের কথায়, ঘন কুয়াশার কারণে অ্যাডভেঞ্চার–৯ লঞ্চটি , এমভি জাকির সম্রাট–৩ লঞ্চের মাঝ বরাবর সজোরে ধাক্কা মারে। ফলে জাকির সম্রাট–৩ লঞ্চটি ক্ষতিগ্রস্ত হয়। লঞ্চের ধারে অনেক যাত্রী দাঁড়িয়েছিলেন দুটি লঞ্চের সংঘর্ষের বহু যাত্রী নদীতে পড়ে যায়। তাদের মধ্যে বেশ কয়েকজন এখনও নিখোঁজ্। নিখোঁজদের খোঁজে উদ্ধার কাজ এখনও চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের। প্রত্যক্ষদর্শী আরও এক যাত্রী জানান, স্থানীয় মৎসজীবী ও মটরবোর্টের শ্রমিকদের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যাবস্থা করা হয়।
দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত জাকির সম্রাট–৩ লঞ্চটি ভাসছিল , ঠিক তখনই ঢাকাগামী এমভি কর্ণফুলী–৯ লঞ্চ দ্রুত এগিয়ে এসে অনেক যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে রওনা হয়। ঘটনার পরপরই নৌ-পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়।
Comments :0