উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্ক বার্তা জারি রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী পাঁচ দিন কুয়াশার সম্ভাবনা। শুক্রবার ভোরে ঘন কুয়াশা ছিল ধূপগুড়ির বানার হাটে। কুয়াশার মধ্যে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন এক মহিলা। মৃতার নাম জাবেদা বিবি(৪৬)। তিনি বানারহাট ব্লকের ক্ষুদিরাম পল্লী এলাকার বাসিন্দা। আকস্মিক এই দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোর থেকেই বানারহাট ও সংলগ্ন অঞ্চল ঘন কুয়াশায় ঢেকে ছিল। দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম। সকাল সোয়া সাতটা নাগাদ জাবেদা বিবি বাড়ির আবর্জনা ফেলার জন্য রেললাইন পার হন , কিন্তু ফেরার সময় আচমকাই ধুবড়িগামী ডোমো ট্রেনটি চলে আসে। মুহূর্তের অসতর্কতায় ট্রেনের ধাক্কায় তিনি লাইনের ধারে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার শব্দ ও ট্রেনের প্রবল আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে আসে। খবর দেওয়া হয় বানারহাট থানা ও রেল পুলিশকে। পুলিশ ও জিআরপি আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়। রেল পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, শীতের ভোরে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতিতে ট্রেন চলাচলের সময় আরও সতর্কতামূলক ব্যবস্থা ও গতিবেগ নিয়ন্ত্রণ প্রয়োজন ছিল। যদি আরেকটু সতর্কতা অবলম্বন করা হত তাবে এই মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যেতে পারত।
Banarhat
ঘন কুয়াশায় ট্রেনের ধাক্কায় বানারহাটে মহিলার মৃত্যু
×
Comments :0