রেকর্ড নিজেই গড়ছে, নিজেই ভাঙছে। গত তিনদিনে ধারাবাহিক ভাবে কমছে তাপমাত্রার পারদ। উত্তরের হাওয়ায় কাঁপছে উত্তর থেকে দক্ষিণ। বৃহস্পতিবার ও শুক্রবারের রেকর্ডকে ছাপিয়ে শনিবার এই মরসুমের শীতলতম দিন। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই এই আবহাওয়া চলবে আরও বেশ কিছু দিন।
বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার সেই রেকর্ড ভেঙে তাপমাত্রা হয় ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.০২ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি কম। যদিও সর্বোচ্চ তাপমাত্রার তেমন পরিবর্তন দেখা যায়নি শনিবার। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আকাশ মূলত পরিষ্কার থাকলেও সকালের দিকে দেখা যাবে কুয়াশার দাপট। দক্ষিণের প্রায় সব জেলাতেই কুয়াশার সতর্কতা রয়েছে। ফলে দৃশমানতা কমতে পারে।
উত্তরের জেলাগুলিকে টক্কর দিচ্ছে বীরভূম। শনিবার শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। গোটা দক্ষিণবঙ্গে সব থেকে কম। বাঁকুড়়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া এবং কল্যাণীতে ১০.২ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১০ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিঙে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে ৮ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পঙে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
Comments :0