বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালীন ঘটে গেলো মর্মান্তিক ঘটনা। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে বিপিএলের উদ্বোধনী ম্যাচের কিছুক্ষণ আগে মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি মারা যান। ম্যাচ শুরুর নির্ধারিত সময়সূচী অনুযায়ী প্রস্তুতি চলাকালীন জাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
মাঠেই তিনি পড়ে যান এবং সেখানে উপস্থিত চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তাঁর চিকিৎসা করেন। মাঠেই তাঁকে সিপিআর দেওয়া হয়। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসকরা তাঁর চিকিৎসা চালিয়ে যান। তবে সব প্রচেষ্টা সত্ত্বেও, তাঁর জীবন বাঁচানো সম্ভব হয়নি এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ তাঁকে মৃত ঘোষণা করা হয়। ঢাকা ক্যাপিটালস এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ‘‘ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি অনুশীলনের সময় অসুস্থ হয়ে পড়েন এবং মাঠেই পড়ে যান। তাঁকে তাৎক্ষণিকভাবে সিপিআর দেওয়া হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।’’
রাজশাহী ওয়ারিয়র্সের এবং বিপিএল দলের সদস্যরা জাকির প্রতি শ্রদ্ধা জানান। তাঁর মৃত্যুর খবরের পর, ঢাকা ক্যাপিটালস এবং রাজশাহী ওয়ারিয়র্স উভয় দলের খেলোয়াড়রা এক মিনিট নীরবতা পালন করে তাঁকে শ্রদ্ধা জানান।
মাহবুব আলী জাকি বাংলাদেশ ক্রিকেটে একটি সুপরিচিত নাম। বিপিএল ২০২৬-এ ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের ভূমিকা ছাড়াও, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রীড়া উন্নয়ন বিভাগে একজন বিশেষজ্ঞ ফাস্ট বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের ফাস্ট বোলিং কোচও ছিলেন। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন,‘‘কোচ জাকির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে তাঁর প্রথম দিন থেকেই আমি তাঁকে চিনি। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা।’’
Mahbub Ali Zaki Dies
মাঠেই হৃদরোগে আক্রান্ত, মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ
×
Comments :0