সুকান্ত জন্মশতবর্ষে মালদহ জেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা হলো রবিবার।
কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে সারা রাজ্যের সঙ্গে মালদহেও গত ১৬ আগস্ট অনুষ্ঠান শুরু হয়। ঐদিন দুটি পর্বে সূচনা অনুষ্ঠান হয়।
সকালে প্রভাত ফেরি ও সুকান্ত মূর্তিতে মাল্যদান করা হয়।
পরবর্তীতে কালিয়াচক ও গাজোল সহ বিভিন্ন জায়গায় হয় সাংস্কৃতিক কর্মসূচি।
শেষ পর্বে রবিবার অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা শহরের ২ নম্বর কলোনির রামকিঙ্কর বালিকা উচ্চ বিদ্যালয়ে। আবৃত্তি, সঙ্গীত, বসে আঁকা, প্রবন্ধ সহ নানা প্রতিযোগিতা। সফল প্রতিযোগীরা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে।
এ প্রসঙ্গে উৎসব কমিটির সভাপতি ত্রিদিব সান্যাল এবং যুগ্ম সম্পাদক সুশান্ত সাহা ও গজেন কুমার বাড়ই বলেন যে এই কর্মসূচি সফল করতে যাঁরা সহযোগিতা করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানান।
তাঁরা জানান আগামী ৮-৯ জানুয়ারি মালদহ টাউন হলে হবে পুরস্কার দেওয়া হবে। হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
Sukanto Birth Centenary Maldah
সুকান্ত জন্মশতবর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা মালদহে
মালদহ শহরের রামকিঙ্কর বালিকা উচ্চ বিদ্যালয়ে বসে আঁকো প্রতিযোগিতা। ছবি: উৎপল মজুমদার
×
Comments :0