Bangladesh Dipu Das

দীপুচন্দ্র দাসের হত্যাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলল বাংলাদেশ

জাতীয় আন্তর্জাতিক

ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক আক্রমণের অভিযোগ তুলেছিল ভারত। রবিবার জবাবে বাংলাদেশের বিদেশ মন্ত্রক এই ধরনের হামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলল।
বাংলাদেশের সংবাদপত্রে সেদেশের বিদেশ মন্ত্রককে উদ্ধৃত করে বলা হয়েছে যে ময়মনসিংহে সংখ্যালঘু হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনা ‘সংখ্যালঘু বিদ্বেষ বলে প্রচার বেঠিক এবং বিভ্রান্তিকর’। 
গত শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ‘সংখ্যালঘুদের ওপর অবিরাম হিংসার’ অভিযোগ তুলেছিলেন।
এর আগে নিহত হাদির ভাই হত্যাকাণ্ডের জন্য দেশের অন্তর্বর্তী সরকারের দিকে আঙুল তুলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, নির্বাচনকে বানচাল করতেই এই কৌশল নেওয়া হয়েছে। 
এদিকে বাংলাদেশ পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমে বলেছেন যে বাংলাদেশে ইনকিলাবি মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির ঘাতকরা ভারতের মেঘালয়ে রয়েছে। 
হাদিকে হত্যার ঘটনায় কোনোরকম সংযোগের অভিযোগ এর আগেও খারিজ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। তবে মৌলবাদী সাম্প্রদায়িক হিংসার সময়ে প্রতিবেশী দু’দেশের এই বাক্য বিনিময় দ্বিপাক্ষিক সম্পর্কে অস্থিতিশীলতা হিসেবে চিহ্নিত করছে বিশেষজ্ঞ মহলের একাংশ।  
রবিবার মেঘালয়ের পুলিশ এবং বিএসএফ হাদির হত্যাকারীদের পালিয়ে আশ্রয় নেওয়ার অভিযোগকে খারিজ করেছে।
হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে বর্তমানে মেঘালয়ে অবস্থান করছেন বলে বাংলাদেশ পুলিশের এক আধিকারিক এসএন মহম্মদ নজরুল ইসলাম সংবাদমাধ্যমে বলেছেন। 
তিনি বলেছেন মেঘালয়ের তুরায় রয়েছে দুই ঘাতক। 
রবিবার মেঘালয়ের দায়িত্বপ্রাপ্ত বিএসএফ আধিকারিক ওপি উপাধ্যায় বলেছেন যে ঢাকা পুলিশ আধিকারিকের এই দাবি ভিত্তিহীন। মেঘালয় পুলিশও এই দাবিকে ভিত্তিহীন বলে দাবি করেছে। 
এদিকে দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ড সম্পর্কে রবিবার বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এসএম মহবুবুল আলম বিবৃতি দেন। দীপুচন্দ্র দাসের আগেও সংখ্যালঘুদের ওপর লাগাতার আক্রমণের কোনও অভিযোগকেই স্বীকৃতি দিতে নারাজ থেকেছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকায় ইসলামিক মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিকে মদত জোগানোর অভিযোগ ইউনুস সরকারের বিরুদ্ধে তুলছে বাংলাদেশের বড় অংশ। ঢাকার প্রাণকেন্দ্রে সাংস্কৃতি প্রতিষ্ঠান ছায়ানটে হামলার সময়েও পুলিশ এবং সুরক্ষা বাহিনী যথেষ্ট ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে।  
এদিন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা  জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদির হত্যায় জড়িত সকলের শাস্তি হবে। 
উল্লেখ্য, হাদির হত্যাকারীদের শাস্তির দাবিতে ঢাকার শাহবাগে অবস্থান চলছে।

Comments :0

Login to leave a comment