Rajabazar Murder Accused Arrested in Giridih

রাজাবাজারে হত্যাকাণ্ডে অভিযুক্ত গ্রেপ্তার গিরিডিতে

কলকাতা

রাজাবাজারের হত্যাকাণ্ডে অভিযুক্তকে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমহার্স্ট স্ট্রিট থানায় স্বামীকে হত্যার অভিযোগ দায়ের করেছিলেন নিহতের স্ত্রী। 
পুলিশ জানিয়েছে গত ২২ ডিসেম্বর রাজাবাজার ক্রসিংয়ে কেসি সেন স্ট্রিট এলাকায় ৪১ বছরের মেহবুব আলমকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ দায়ের হয়। 
মেহবুব আলমের স্ত্রী জাহেদা আলম খুনের অভিযোগ জানান মহম্মদ মুসলিমের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে আততায়ী স্কুটিতে করে পালায়।
পুলিশ জানিয়েছে ঝাড়খণ্ডের গিরিডিতে অভিযুক্তের বাড়ি থেকে স্কুটি এবং ছুরি উদ্ধার হয়েছে। 
কলকাতা পুলিশ জানিয়েছে ধৃত মহম্মদ মুসলিম ওরফে মুসলিম আনসারিকে গিরিডির আদালতে পেশ করা হবে। ট্রানসিট রিমান্ডে রবিবার রাতেই কলকাতায় নিয়ে আসা হবে।

Comments :0

Login to leave a comment